আজকাল ওয়েবডেস্ক: বহু বছর হল, বালাসাহেব ঠাকরে আর নেই। তবে মারাঠাভূমের রাজনীতিতে যে গভীর দাগ তিনি কেটে গিয়েছেন, তাবে ঘুরে ফিরে তাঁর আসা অবশ্যম্ভাবী। সাম্প্রতিককালে বেশিই আসছে তাঁর প্রসঙ্গ। ছেলে-ভাইপো জোট বাঁধছেন মারাঠভূম তাঁকে স্মরণ করছে, আবার এক সময়ে তাঁর অনুগত বিধায়ক ডাল খারাপ খেতে হওয়ায় ক্যাণ্টিনের কর্মীকে বেধড়ক মারধোর করে তাঁর নামে সাফাই দিচ্ছেন।
আরও পড়ুন: মহারাষ্ট্রে আবার কৃষক আত্মহত্যা, তিন মাসে ৭৬৭ জনের মৃত্যু
মুম্বইয়ের চার্চগেটের আকাশবাণী এমএলএ ক্যান্টিনের ঘটনা। বিধায়ক সঞ্জয় গাইকড়, তাঁর কার্যকলাপ নিয়ে তোলপাড় এবং বেশ অস্বস্ত্বিতে শিন্ডে শিবির। শিবসেনা একনাথ শিন্ডে শিবিরের ওই বিধায়কের কাজের ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।

ঘটনা কী? দেখা গিয়েছে, একজন বিধায়ক, ক্যান্টিনের কর্মীকে চড়-থাপ্পড় মারছেন। ঘটনার পর সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিধায়কের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাফ জানিয়েছেন, বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। যে ভাষায় কথা বলেছেন, যে আচরণ তিনি করেছেন, তা শিখেছেন বালাসাহেবের থেকেই।
তাঁর বক্তব্য তিনি যে থালি অর্ডার করেছিলেন, সেখানে ডাল এতটাই বিস্বাদ ছিল, তা খাওয়ায় দূর, মুখে দেওয়া যায় না। অভিযোগ, এই প্রথম নয়, ঘটনা ঘটেছে বারবার। তিনি একাধিকবার বলেছেন ফ্রেশ খাবার দিতে, কিন্তু মাংস থেকে ডিম, ডাল, সবকিছুই খারাপ মানের। তাঁর প্রশ্ন, বিধায়ককে এই খাবার পরিবেশন করা হলে, সাধারণ মানুষকে কোন মানের খাবার দেওয়া হয়? সাফ বক্তব্য, ‘আমি বালাসাহেব ঠাকরের শেখানো ভাষা ব্যবহার করেছি। আমি জুডো, জিমন্যাস্টিকস, ক্যারাটে এবং কুস্তিতে একজন চ্যাম্পিয়ন। আমি গান্ধীবাদী নই। আমার কোনও অনুশোচনা নেই।‘ ঘটনার পর থেকেই মহারাষ্ট্রে শুরু রাজনৈতিক চাপান-উতোর।
