আজকাল ওয়েবডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরের জেরে দিশেহারা পাকিস্তান। রাতের অন্ধকারে পাকিস্তানের জঙ্গিঘাঁটির শিরদাঁড়া ভেঙে দিল ভারত। মারা গিয়েছে ৮০ থেকে ৯০ জনের বেশি জঙ্গি। তবে এবার প্রশ্ন থাকছে কেন অপারেশন সিঁদুর একটা ইউনিক। 


এর উত্তর হল এই ধরণের হামলা ইতিহাসে প্রথমবার করা হয়েছে। এই হামলা পাকিস্তানের হৃদয়ে আঘাত করেছে যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়ে ছিল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই হামলা করার অর্থ হল পাকিস্তানের হৃদয়ে অভিযান চালিয়েছে ভারত। 


এর আগে ২০১৬ এবং ২০১৯ সালে উরি এবং পুলওয়ামাতে ভারত যখন জঙ্গি ঘাঁটিতে হামলা করছিল সেটা ছিল পাক অধিকৃত কাশ্মীর এবং খাইবার পাকতুনখাওয়াতে আঘাত এনেছিল। 


২৫ মিনিটের এই অপারেশনে ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এগুলির মধ্যে চারটি ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এর মধ্যে ভাওয়ালপুর ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এটি ইন্দো-পাকিস্তান সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে। 


ইন্ডিয়া টুডের খবর অনুসারে, ১৯৭১ সালের পর এই প্রথম পাঞ্জাব প্রদেশে এই ধরণের সাফল্য এসেছে ভারতের ঝুলিতে। যেভাবে ভারতীয় বিমান বাহিনী পাঞ্জাব প্রদেশের জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে তাতে দিশেহারা অবস্থা পাকিস্তান সেনাবাহিনী। 


বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প। 


পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।