আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (ISI)-র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশ ATS এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি, শেহজাদ, রামপুর জেলার বাসিন্দা।
ATS-এর বিবৃতি অনুযায়ী, শেহজাদ দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। তিনি একাধিকবার পাকিস্তানে গিয়েছেন এবং প্রসাধনী, পোশাক ও মশলা সহ বিভিন্ন সামগ্রী চোরাচালানের আড়ালে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, শেহজাদ ISI-এর বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করে ভারতের গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করেছেন। এছাড়াও তিনি ভারতের মধ্যে ISI-এর কর্মকাণ্ডে সহায়তা করতেন।
অভিযুক্ত ব্যক্তি পাকিস্তানি এজেন্টদের অর্থ সরবরাহের পাশাপাশি রামপুর ও আশেপাশের অঞ্চল থেকে কিছু লোককে চোরাচালানের অজুহাতে পাকিস্তানে পাঠিয়ে ISI-এর হয়ে নিয়োগে সহায়তা করেন।
পুলিশ আরও জানিয়েছে, শেহজাদ ভারতের সিম কার্ড ISI-এর হাতে তুলে দেন, যা সম্ভাব্যভাবে নাশকতামূলক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে।
লখনউ ATS থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৪৮ ও ১৫২ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে এবং তদন্ত চলছে।
