আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়েছে। জেনে, রাগে ক্ষোভে বেশকিছু মেসেজ পাঠিয়েছিল যুবক। তারপরেই বিপত্তি। আট থেকে দশজন মিলে যুবককে তুলে নিয়ে গিয়ে মারধোর ব্যাপক। রেনুকাস্বামীর মতোই পরিণতি করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছিল।
যুবককে ব্যাপক মারধোরের ভিডিও করে অভিযুক্তরাই। ওই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে যুবকের নাম কুশল। মাসখানেক আগে প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। প্রাক্তন অন্য সম্পর্কে জড়ানোর পরেই, আচমকা একদিন কুশল তাঁকে বেশকিছু আপত্তিকর মেসেজ পাঠান বলে অভিযোগ।
তারপরেই প্রাক্তন প্রেমিকা, তার প্রেমিক এবং বেশকয়েকজন মিলে হামলা চালায় কুশলের উপর। তাঁকে প্রথমে অপহরণ করা হয়। নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধোর করা হয়। গোপনাঙ্গে লাথি মারা হয় বলেও অভিযোগ। বারবার তাঁকে রেনুকাস্বামীর মতো পরিণতি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে।
রেনুকাস্বামী মার্ডার এক সময়ের অধিক চর্চিত এক ঘটনা। রেনুকাস্বামীর ক্ষত বিক্ষত দেহ বেঙ্গালুরুর নর্দমার পাশ থেকে উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রেনুকাস্বামী পবিত্রা নামের এক মহিলাকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। তারপরেই তাঁকে অপহরণ করা হয়, অত্যাচার করা হয় এবং খুন করা হয়। ঘটনার পর চারজন দায় স্বীকার করে পুলিশের কাছে। তবে পুলিশ তদন্তে নেমে আরও ১৫জনকে গ্রেপ্তার করে।
