আজকাল ওয়েবডেস্ক: ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন কি শেয়ার বাজার বন্ধ? বিএসই-এনএসই বন্ধ? নাকি চলবে লেনদেন? এই প্রশ্ন সকাল থেকে ঘুরছে অনেকের মনেই। কারণ, মকর সংক্রান্তি, পোঙ্গাল, লোহারির মতো বিশেষ দিনে অনেক ব্যবসায়ী বিনিয়গের কথা ভাবছিলেন। উত্তর খুঁজছেন তাঁরা। 

মূলত দেশজুড়ে পালিত হয় এমন কিছু দিন, জাতীয় ছুটির দিন এবং প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উত্সবগুলির উপর ভিত্তি করে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল এক্সচেঞ্জ (এনএসই) ট্রেন্ডিং বন্ধ রাখে। তবে আঞ্চলিক উদযাপনের দিনগুলিতে কাজ হয় অন্যান্য দিনের মতোই। ২০২৫-এর স্টক মার্কেটের ছুটির তালিকা অনুসারে ভারতীয় স্টক মার্কেট ১৪ দিন বন্ধ থাকবে এই বছরে। আরবিআইও ১৪ জানুয়ারি নির্বাচিত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু স্টক মার্কেটের আপডেট কী?

এমনিতেই সোমবার শেয়ার বাজারে অস্বাভাবিক পতন ঘটেছে। সেনসেক্স পড়ে যায় একধাক্কায় ১১০০ পয়েন্ট। মন্দা বাজারে অনেকেই একদিনের বিরতিকে ইঙ্গিতপূর্ণ মনে করলেও, বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) দ্বারা প্রকাশিত সরকারি ছুটির ক্যালেন্ডার বলছে, এদিন অর্থাৎ ১৪ জানুয়ারি খোলা থাকবে বাজার।

কারণ, কোথাও মকর সংক্রান্তি, কোথাও পৌষ পার্বণ, কোথাও পোঙ্গল, কোথাও লোহারি পালিত হলেও, উদযাপনের এই দিনটিকে ট্রেন্ডিং-এ ছুটির দিন হিসেবে চিহ্নিত করা হয়নি। এই দিনটি বহু রাজ্যে উদযাপিত হলেও, মূলত আঞ্চলিক উৎসব হিসেবে চিহ্নিত। ২০২৫-এ বিএসই এবং এনএসই দীপাবলি, হোলি, ঈদের, স্বাধীনতা দিবস ,প্রজাতন্ত্র দিবস-সহ মোট ১৪দিন বন্ধ থাকবে। ইক্যুইটি, ডেরিভেটিভস, বন্ড, কমোডিটি এবং মুদ্রার লেনদেন নিয়মিত বাজারের সময় অনুযায়ী, অর্থাৎ সকাল ৯.১৫ থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত হবে।