আজকাল ওয়েবডেস্ক: পিতামাতা হিসাবে সন্তানের ভবিষ্যত তৈরি করাই সবার প্রথম কাজ। সেই কাজটি যদি শুরু থেকে পরিকল্পনা করে করতে পারেন তাহলে নিজের সন্তানের ভবিষ্যতকে উজ্জ্বল করতে পারেন। সেখানেই রয়েছে এনপিএস বাৎসল্য স্কিম। এখানে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার সন্তানের অবসরকালে সে পেতে পারে ১০০ কোটি টাকা। 


এটি হল একটি পেনশন স্কিম যেখানে শুরু থেকেই আপনাকে বিনিয়োগ করতে হবে। ভারতীয়রা তাদের সন্তানের জন্য এখানে টাকা রাখতে পারবেন। এই পেনশন স্কিমটিকে চালিয়ে থাকে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। ফলে এখানে বিনিয়োগ না করার কোনও ভয় নেই। 


এখানে বিনিয়োগ করতে হলে আপনার সন্তানের বয়স হতে হবে ১৮ বছরের কম। সেখানে এই স্কিম চালিয়ে যাবে তার পিতাপাতা। যদিও এটি নাবালক বা নাবালিকার নামে করা হবে। তবে এই পুরো কাজ করতে হবে তার অভিভাবককেই। এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। এরপর যত বেশি টাকা আপনি চাইবেন বিনিয়োগ করতে পারবেন। সেখানে কোনও সমস্যা নেই।

 


আপনাকে যেকোনও বড় সরকারি ব্যাঙ্ক, পোস্ট অফিসে গিয়ে এই স্কিম সম্পর্কে জানতে হবে। এটি একটি পেনশন স্কিমের মতো করেই চালিয়ে যেতে হবে। এখানে বিনিয়োগ করতে হলে সেই নাবালক বা নাবালিকার জন্মের প্রমাণপত্র দিতে হবে। পাশাপাশি তার পিতামাতার প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট দিতে হবে। যিনি এখানে টাকা রাখবেন তাকে নিজের কেওয়াইসি দিতে হবে। যদি কেউ সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। 

 


নিজের সন্তানের জন্য ১০০ কোটি টাকা রাখতে চান তাহলে মাসে আপনাকে জমাতে হবে ৫৫০০ টাকা। এখানে সুদের হার রয়েছে ৬.৭৫ শতাংশ করে। ফলে যখন আপনার সন্তানের বয়স ৬০ বছর হবে তখন আপনি মোট বিনিয়োগ করবেন ২ কোটি ৩৩ লক্ষ ৩৬ হাজার ৫২৫ টাকা। তাতে আপনার ক্যাপিটাল গেন হবে ৯৮ কোটি ৪০ লক্ষ ১৪ হাজার ৫৩৭ টাকা। মোট আপনার সন্তান হাতে পাবে ১০০ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৬২ টাকা। এই টাকা যদি মাসিক পেনশন হিসাবে সে পেতে চায় তাহলে প্রতি মাসে সে হাতে পাবে ২২ লক্ষ ৬৬ হাজার ৫৪০ টাকা।