আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলার একটি সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ছানি কাটার অস্ত্রোপচারের পর ৯ জন রোগীর চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বুধবার সরকারি আধিকারিকেরা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিজাপুরের ওই ৯ জন রোগীকে দ্রুত চিকিৎসার জন্য রায়পুরের ড: বিআর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালেই তাঁদের সেখানে নিয়ে আসা হয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ২৪ অক্টোবর বিজাপুর জেলা হাসপাতালে মোট ১৪ জনের চোখে অস্ত্রোপচার করা হয়েছিল। মঙ্গলবার ফলো-আপ পরীক্ষার সময় সেই ১৪ জনের মধ্যে ৯ জনের চোখেই সংক্রমণ ধরা পড়ে। এর পরই তাঁদের দ্রুত রায়পুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।

এই ঘটনার পরেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কমিশনার-কাম-ডিরেক্টর ড: প্রিয়ঙ্কা শুক্ল একটি তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছেন। জানা গিয়েছে, এই কমিটি খতিয়ে দেখবে, ঠিক কী কারণে অস্ত্রোপচারের পর এতজন রোগীর চোখে সংক্রমণ ছড়াল। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য পরামর্শও দেবে তারা।

কমিটিতে রয়েছেন রাজ্য কর্মসূচি আধিকারিক ড: নিধি আত্রিওয়াল, বাস্তার ডিভিশনের যুগ্ম অধিকর্তা ড: মহেশ সান্দিয়া এবং জগদলপুর জেলা হাসপাতালের চক্ষু সার্জন ড: সরিতা থমাস। এই কমিটিকে দ্রুত অর্থাৎ তিন দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।