আজকাল ওয়েবডেস্ক: জোমাটোর বিনিয়োগকারীদের জন্য বছরের শুরুতেই ভাল খবর। জোমাটোর অধীনস্থ ব্লিঙ্কিট অর্ডার পিছু কমিশনের হার বাড়িয়েছে। একই পদক্ষেপ নিয়েছে জেপ্টোও। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা।
সংস্থার তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রতিটি অর্ডারে কমিশন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। জেপ্টোর আইপিও আসতে হতে চলেছে বাজারে। ইতিমধ্যেই শেয়ার বাজার বলছে, জোমাটোর শেয়ারের দর ক্রমশ কমেই চলেছে। শুক্রবার সাত মার্চের হিসেব বলছে, শেয়ার প্রতি দাম প্রায় ৩০২ টাকা থেকে কমে ২২৩ টাকায় দাঁড়িয়েছে। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে খবর, ফ্লিপকার্টের ইনস্টামার্ট এবং ফ্লিপকার্ট মিনিটস তাদের কোনও কমিশনের হারে পরিবর্তন করেনি।
অন্যদিকে, জেপ্টোর দর ২২-২৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। পরবর্তী মাস থেকে আশা করা হচ্ছে সংস্থার বিক্রি পৌঁছতে পারে প্রায় চার বিলিয়ন ডলারে। জানুয়ারির হিসেব বলছে, কোম্পানিটির মোট বিক্রির রেকর্ড ৩ বিলিয়ন ডলারের কাছাকাছি। বর্তমানে জেপ্টোর দর দাঁড়িয়েছে ৫ বিলিয়ন ডলারে। ব্লিঙ্কিটও কমিশনের হারে পরিবর্তন আনতে চলেছে। বর্তমানে সংস্থাটি ৩ থেকে ১৮ শতাংশের মধ্যে কমিশন আদায় করে।
