আজকাল ওয়েবডেস্ক: ফের নকশাল প্রসঙ্গে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নকশালরাজ দূর করা হবে ২০২৬ সালের মার্চের মধ্যে। এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা।
সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সেই ভোট প্রচারে এসেই নকশালদের উদ্দেশ্যে তোপ দাগলেন অমিত শাহ। কটাক্ষ করলেন হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম জোটকে। জানালেন এই জোটই নকশালবাদে ইন্ধন যোগায়।
কিন্তু ঝাড়খণ্ডে এবারের নির্বাচনে উল্টো ফল মিলবে। কোনও নকশাল সমর্থিত গোষ্ঠী নয়, ক্ষমতায় আসবে এনডিএ জোট।
আত্মবিশ্বাসী অমিত শাহ জানিয়েছেন, এখন সময় এসেছে দলিত বিরোধী, উপজাতি বিরোধী, গরিব বিরোধী এবং যুব বিরোধী হেমন্ত সরকারকে ঝাড়খণ্ড থেকে উৎখাত করার। এই দল শুধু ক্ষুদ্র রাজনৈতিক লাভের জন্য নকশালবাদকে উস্কে দিচ্ছে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন নির্বাচনের জন্য গেরুয়া শিবিরের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন চাতরা জেলার সিমরিয়াতে। সেখানেই এ কথা বলেন তিনি।
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে নভেম্বরেই। এই রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা ৮১ জন। দু'দফায়, আগামী ১৩ এবং ২০ নভেম্বর ভোট হবে সে রাজ্যে। ফলাফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর।
তাঁর দাবি, গত লোকসভা ভোটের ফলাফল যা দেখা গিয়েছে, তাতে এই বিধানসভা নির্বাচনে ৮১ টি আসনের মধ্যে অন্তত ৫২ টি আসন থাকবে বিজেপির ঝুলিতে।
অমিত শাহের এদিনের হুঁশিয়ারি, গত পাঁচ বছরে ঝাড়খণ্ড থেকে হুমকির রাজনীতিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে। এরপর প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আগামী দু'বছরের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে নকশালবাদকে নিশ্চিহ্ন করবে।
বিজেপির শীর্ষস্থানীয় নেতার দাবি, সোরেন সরকার দরিদ্র ও আদিবাসীদের জন্য তহবিল নিজেদের মধ্যে বণ্টন করেছে। কিন্তু বিজেপি একবার ক্ষমতায় গেলে ঝাড়খণ্ডের সমস্ত দুর্নীতিবাজ নেতাদের জেলে যেতে হবে।
