আজকাল ওয়েবডেস্ক: ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন মুকেশ অম্বানির পুত্র অনন্ত অম্বানি। তাঁর বিয়ে হয়েছে রাধিকা মার্চেন্টের সঙ্গে। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে প্রায় দেড় বছর ধরে। সারা বিশ্ব ঘুরে বিভিন্ন ক্রুজ, হোটেলে পার্টি দিয়েছেন মুকেশ আম্বানি। সেটা ছিল পুরোটাই প্রি ওয়েডিং সেরেমনি। বিয়ের অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে তাবড় তাবড় অতিথিরা উপস্থিত হয়েছিলেন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের একাধিক রাজনৈতিক দলের সুপ্রিমোরা এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। এ তো গেল দেশের কথা। নিমন্ত্রিত ছিলেন কিম কার্দাশিয়ান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফাতিনো, জন সিনা এবং একাধিক দেশের মন্ত্রীরা। তাঁদের আসার ব্যবস্থা নিজের হাতে করেছিলেন মুকেশ আম্বানি। সেই ব্যবস্থা হার মানাবে যে কোনো লাক্সারি পরিবহনকে। অম্বানি পরিবারের তরফে ব্যবস্থা করা হয়েছিল ১০০টি ব্যক্তিগত বিমানের।
ভাড়া করা হয়েছিল তিনটি ফ্যালকন 2000 জেটের। অত্যন্ত আধুনিক প্রযুক্তির এই জেট ব্যবহৃত হয়েছিল ভিআইপি অতিথিদের আনার জন্য। প্রত্যেকটি বিমান বিভিন্ন দেশে একাধিক বার ভ্রমণ করেছে বলে জানা গিয়েছে। ভিআইপি অতিথিদের কাস্টমাইজ ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি। জানা গিয়েছে, এক একটির দাম দেড় কোটি টাকার কাছাকাছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের একাধিক রাজনৈতিক দলের সুপ্রিমোরা এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। এ তো গেল দেশের কথা। নিমন্ত্রিত ছিলেন কিম কার্দাশিয়ান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফাতিনো, জন সিনা এবং একাধিক দেশের মন্ত্রীরা। তাঁদের আসার ব্যবস্থা নিজের হাতে করেছিলেন মুকেশ আম্বানি। সেই ব্যবস্থা হার মানাবে যে কোনো লাক্সারি পরিবহনকে। অম্বানি পরিবারের তরফে ব্যবস্থা করা হয়েছিল ১০০টি ব্যক্তিগত বিমানের।
ভাড়া করা হয়েছিল তিনটি ফ্যালকন 2000 জেটের। অত্যন্ত আধুনিক প্রযুক্তির এই জেট ব্যবহৃত হয়েছিল ভিআইপি অতিথিদের আনার জন্য। প্রত্যেকটি বিমান বিভিন্ন দেশে একাধিক বার ভ্রমণ করেছে বলে জানা গিয়েছে। ভিআইপি অতিথিদের কাস্টমাইজ ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি। জানা গিয়েছে, এক একটির দাম দেড় কোটি টাকার কাছাকাছি।
