আজকাল ওয়েবডেস্ক: বিহারের সমস্তিপুরে অবাক কাণ্ড। স্বামীর সঙ্গে বচসার জেরে তিন সন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা! রবিবারের এই ঘটনায় তিন শিশুরই মৃত্যু হয়েছে। অভিযুক্ত মা-কে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিরাট শোরগোল পড়েছে। বেশিরভাগের প্রশ্নই হল, একজন মা কীভাবে এই কাজ করতে পারেন?
পুলিশ জানিয়েছে যে, ৩৬ বছর বয়সী সীমা দেবী তাঁর স্বামী চন্দন মাহাত্থার সঙ্গে গত রবিবার ঝগড়ায় জড়িয়ে পড়েন। এরপর ওই মহিলা প্রথমে বাচ্চাদের মারধর করেন। তারপর তাদের এলাকারই একটি কুয়োয় ফেলে দেন। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে সীমার স্বামী চন্দন বাচ্চাদের খোঁজ করেন স্ত্রীর কাছে। সদুত্তোর না পেয়ে চন্দন পুলিশে খবর দেন।
পুলিশ শিশুদের খোঁজে তল্লাশি শুরু করতেই সীমার ভয়ঙ্কয় কীর্তি সামনে আসে। পুলিশি অভিযানে এলাকারই একটি কুয়ো তেকে উদ্ধার করা হয় তিন শিশুর দেহ। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের তিন সন্তানকে কুয়োয় ফেলে মারার কথা স্বীকার করে নেন সীমা।
#समस्तीपुर जिला अन्तर्गत #चकमेहसी थाना क्षेत्र के ग्राम मालीनगर में घटित घटना से संबंधित.....@bihar_police@bihar_iprd#samastipurpolice #BiharPolice #HainTaiyaarHum pic.twitter.com/kFvWl2D97U
— Samastipur Police (@Samastipur_Pol)Tweet by @Samastipur_Pol
সীমা ও চন্জনের তিন মৃত শিশুর নাম তরুণ (৬), তানিয়া (৪) এবং তানিষ্ক (২) বলে পুলিশ জানিয়েছে।
