আজকাল ওয়েবডেস্ক:‌ দাম বাড়ল মাদার ডেয়ারির দুধের। লিটারে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। আচমকা মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মাথায় হাত।
সাধারণ মানুষের তরফে কেন্দ্রের কাছে অনুরোধ করা হয়েছে দাম না বাড়ানোর জন্য। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ওই গ্রাহক বলেছেন, ‘‌বড়লোকদের হয়ত সমস্যা হবে না। কিন্তু দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের সমস্যা হবে। সরকারের কাছে অনুরোধ করব মাদার ডেয়ারি দুধের দাম বাড়াবেন না।’‌ আর এক গ্রাহক বলেছেন, ‘‌দাম বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে।’‌


সাধারণ মানুষদের কথায়, ১ টাকা দাম বাড়লে তাও হত। কিন্তু একেবারে ২ টাকা!‌ জানা গেছে, বুধবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। দিল্লি–এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ডে বুধবার থেকেই নতুন দামে বিক্রি হচ্ছে মাদার ডেয়ারির দুধ।


মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, ‘‌৩০ এপ্রিল ২০২৫ থেকে লিটারে ২ টাকা দাম বাড়ানো হল মাদার ডেয়ারির। গরম ও তাপপ্রবাহের জেরে বেশ কিছু জিনিসের দাম ৪ থেকে ৫ টাকা বেড়ে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’‌  


এর ফলে টোনড দুধের দাম লিটারে ৫৪ থেকে বেড়ে হল ৫৬। গরুর দুধের দাম হল লিটারে ৫৭ টাকা। আর ডবল টোনড দুধের দাম লিটারে ৪৯ থেকে বেড়ে হয়েছে ৫১ টাকা।