আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার জেরে সাধারণ মানুষের কাণ্ডজ্ঞানহীনতার নানা মুহূর্ত প্রকাশ্যে আসে। তেমনি একটি ভিডিও ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। একদিকে মা যখন রিল বানাতে ব্যস্ত, সেই সময়েই সমুদ্রের উঁচু ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় তাঁর সন্তান। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের তীরে পাথরে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন এক যুবতী। কেউ উল্টোদিকে দাঁড়িয়ে ভিডিওটি শুট করছিলেন। এদিকে মেয়ের দিকে নজর ছিল না তাঁর। নাচের রিল বানানোতেই মন ছিল তাঁর। আচমকাই ঘটে বিপত্তি। 

হঠাৎ উঁচু ঢেউয়ের ধাক্কায় উল্টে পড়ে শিশুকন্যাটি। মুহূর্তের মধ্যে সে ভেসে যায়। স্থানীয়রা দেখেই চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে ছুটে যান শিশুকন্যাকে বাঁচাতে। মায়ের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও বিরক্তি প্রকাশ করেন অনেকে। 

ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। ক্ষিপ্ত নেটিজেনদের কমেন্ট উপচে পড়েছে পোস্টে। একজন লিখেছেন, 'দায়িত্ব নিতে না পারলে জন্ম দেওয়ার কোনও অধিকার নেই।' আরেকজন লিখেছেন, 'এমন মাকে কড়া শাস্তি দেওয়া উচিত। যাতে আর কখনও এমন ভুল না করেন।' আরেকজন লিখেছেন, 'রিলের নেশা সর্বনাশা। মেয়েকে ছেড়ে এমন কাজ কোনও মা কী করে করতে পারেন!'