আজকাল ওয়েবডেস্ক: ধর্ষিত হওয়ার হাত থেকে বাঁচাল বাঁদর। তাড়া খেয়ে ভয়ে পালাল ধর্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। 

 

মেয়েটির বয়স মাত্র ছ’বছর। বাড়ির সামনের উঠোনে বসে খেলছিল আপনমনে। হঠাৎই একজন অপরিচিত আসে। বাচ্চাটির সঙ্গে গল্প করে তাকে নিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়ির ভিতরে নিয়ে যায়। চেষ্টা করে যৌন নির্যাতন করার। ওই বাড়ির পাঁচিলে বসেছিল একদল বাঁদর। তারা উঁকিঝুকি শুরু করে দিলে ভয়ে বাচ্চাটিকে ফেলে পালায় অভিযুক্ত।

 

 

পরে ধাতস্থ হয়ে নিগৃহীতা বাচ্চাটি চলে আসে বাড়ি। ফিরে এসে বাবা মাকে সব খুলে বলে সে। পুলিশে অভিযোগ জানায় পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, বাচ্চাটি বাইরে খেলার সময় প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যায় অভিযুক্ত। মেয়ে পরে এসে খুলে বলে সব ঘটনা। ওই অভিযুক্ত এই ঘটনার কথা কাউকে বললে মেরা ফেলা হবে বলেও হুমকি দেন বাচ্চাটিকে। তাই প্রথমে সে কিছু খুলে বলতে চায়নি। অনেকক্ষণ তাকে দেখতে পায়নি বাড়ির সকলে। ফেরার পর মেয়েকে হঠাৎ চুপচাপ হয়ে যেতে দেখে তাকে অনেকবার জিজ্ঞেস করার পর সে সব ঘটনা খুলে বলে। বলে বাঁদরের ভয়ে পালিয়ে যাওয়ার কথাও।

 

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এখনও অধরা। সিসিটিভি দেখে লোকটিকে চিহ্নিত করা গিয়েছে। তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আশপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব দ্রুতই ধরা যাবে তাকে।