আজকাল ওয়েবডেস্ক : একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে গাড়ি ড্রাইভ করার সময় যারা মোবাইল ফোনে কথা বলেন তাঁদের দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে। দিল্লির একটি আইআইট একটি নতুন সমীক্ষা পেশ করেছে। সেখানে দেখা গিয়েছে ২০২১ সালে যেখানে ভারতে গাড়ি দুর্ঘটনা মৃত্যু হয়েছে ৬১ হাজারের বেশি। সেখানে ২০২২ সালে সেই মৃত্যুর সংখ্যা আরও ৫৬ হাজার বেশি হয়েছে।
২০২২ সালের সমীক্ষা অনুসারে
অধিক গতির জন্য মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি।
ভুল দিকে গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের বেশি।
মদ খেয়ে গাড়ি চালিয়ে মৃত্যু হয়েছে দেড় হাজার জনের বেশি।
মোবাইল ফোনে কথা বলতে গিয়ে গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হয়েছে ১১৩২ জনের।
ট্রাফিক সিগন্যাল না মেনে গাড়ি চালিয়ে মৃত্যু হয়েছে ২৭১ জনের।
সমীক্ষা থেকে জানা গিয়েছে মোবাইল ফোন নিয়ে কথা বলার সময় গাড়ি চালাতে গিয়ে বেশিরভাগ মৃত্যু হয়েছে। দেখা গিয়েছে মোবাইলে কথা বলার সময় গাড়ির গতি বৃদ্ধি পায়। ফলে দুর্ঘটনা বাড়ে। এমনকি বিভিন্ন রাজ্যে এই হিসাব অনুসারে মৃত্যু আরও বাড়ছে। তাই মোবাইলে সাবধান।
