আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বিধানসভা। সেই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলের বিধায়ক প্রশংসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তা নিয়ে জোর চর্চা শুরু হতেই আরও আলোচনা আরও এক কদম বাড়িয়ে দিলেন বিধায়কের দলের সুপ্রিমো। সমাজবাদী পার্টির বিধায়ক পূজা পালের মন্তব্যের পরেই জানা গেল, দলকে অস্বস্তিতে ফেলার পরেই, তাঁকে দল থেকেই বের করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, তাঁকে দল থেকে বহিষ্কারের কারণও স্পষ্টভাবে জানিয়েছেন অখিলেশ। আবার তা প্রকাশ্যে আসতেই মুলায়ম-পুত্রকে একহাত নিয়েছে গেরুয়া শিবির।
ঘটনা কী? জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রে ২০০৫এর ঘটনা। পূজার স্বামী রাজু হত্যায় অভিযুক্ত ছিল আতিক। ২০০৫ সালে প্রাক্তন বিএসপি বিধায়ক রাজু পালকে গুলি করে খুন করা হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, খুনের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী উমেশ পালকে প্রয়াগরাজের সুলেম সরাই এলাকায় হত্যা করা হয়। ২০২৩-এ গুলি করে হত্যা করা হয় আতিক এবং তার ভাইকে। সেই ঘটনার রেশ টেনেই যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছিলেন পূজা। বিধানসভায় দাঁড়িয়েই তিনি বলেন, 'আপনি আমার কথা শুনেছেন। আর কেউ শোনেনি। আমাকে সুবিচার দেওয়ার জন্য ধন্যবাদ।' সমাজবাদী পার্টির বিধায়কের গলায় রাজনৈতিক বিরোধী, বিজেপির নেতার প্রশস্তির পরেই গোবলয়ের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়।
ঘটনার পরের দিনেই জানা যায়, সমাজবাদী পার্টি বৃহস্পতিবার দলীয় বিধায়ক পূজা পালকে দলবিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বহিষ্কার করেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি চিঠিতে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পূজা পালের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছেন। তাঁর মতে, পূজার কার্যকলাপ দলের ভাবমূর্তির ক্ষতি করেছে। সূত্রের খবর, চিঠিতে তিনি লিখেছেন, 'আপনার গৃহীত পদক্ষেপ দলের বিরুদ্ধে এবং শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। তাই, আপনাকে তাৎক্ষণিকভাবে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে। উপরন্তু, আপনাকে দলের অন্যান্য পদ থেকে অপসারণ করা হবে। আপনি দলের কোনও অনুষ্ঠান, সভায় অংশ নেবেন না, আপনাকে আমন্ত্রণও জানানো হবে না।'
বিধায়ক পূজা পালকে সপা বরখাস্ত করার পরেই আবার ময়দানে নেমেছে বিজেপি। গেরুয়া শিবির সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেছে ইতিমধ্যেই। বক্তব্য, যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সংখ্যালঘুদের চেয়ে পরিবারকে বেছে নিয়েছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, 'কর্ণাটকে সত্যি কথা বলার জন্য কংগ্রেস নেতাকে বরখাস্ত করেছে, এখন সত্য কথা বলার জন্য সপা ওবিসি বিধায়ককে বরখাস্ত করেছে! পরিবারবাদী পরিবারের জন্য প্রথমে।'
আরও পড়ুন: ট্রেনের টিকিটে বিপুল ছাড় আজ থেকেই! কীভাবে টিকিট কাটলে মিলবে 'অফার', নিয়ম কানুন সব জানেন তো?...
পূজা যদিও নিজের বক্তব্যে অনড়। তাঁর বক্তব্য, 'আমি সকল দরিদ্র ও অসহায় মা ও বোনদের কণ্ঠস্বর যাঁরা আমাকে এখানে পাঠিয়েছেন। আমি কেবল বলতে চাই যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে আতিক আহমেদের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের ন্যায়বিচার প্রদানের জন্য কাজ করেছেন। ঠিক বিষয়কে ঠিকই বলব।'
