আজকাল ওয়েবডেস্ক: একদিকে শুল্ক চাপিয়ে নাজেহাল করছে মার্কিন মুলুক। সেসবের মাঝেই, ভারতকে চাপে ফেলতে উদ্যোগী আরও এক দেশ! সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মেক্সিকান আইনপ্রণেতারা নয়া শুল্ক-নীতি তৈরি করেছেন ইতিমধ্যেই। তাতে চীন, ভারত-সহ একাধিক দেশ থেকে সে দেশে রপ্তানি হওয়া দ্রব্যগুলির উপর বড় অঙ্কের শুল্ক চাপবে।
বুধবার মেক্সিকান সিনেটে পাস হয়েছে এই নয়া শুল্ক নীতি। জানা গিয়েছে, দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে এটি একটি। ১ জানুয়ারি ২০২৬ থেকে এই নয়া নীতি কার্যকর হবে।
ধাতু, গাড়ি, পোশাক এবং যন্ত্রপাতির মতো পণ্যের উপর প্রযোজ্য হবে এই নয়া নীতি। থাইল্যান্ড, ভারত এবং ইন্দোনেশিয়া-সহ মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি না থাকা একগুচ্ছ দেশের উপর প্রভাব পড়তে চলেছে ব্যাপক আকারে।
বুধবার মেক্সিকোর সিনেট চীন এবং অন্যান্য বেশ কয়েকটি এশীয় দেশ থেকে আমদানিতে আগামী বছর ৫০% পর্যন্ত শুল্ক বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নিম্নকক্ষে আগেই পাস হওয়া এই প্রস্তাবে ২০২৬ সাল থেকে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া-সহ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি ছাড়াই কিছু দেশ থেকে আসা গাড়ি, অটো যন্ত্রাংশ, টেক্সটাইল, পোশাক, প্লাস্টিক এবং ইস্পাতের মতো নির্দিষ্ট পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক বৃদ্ধি বা আরোপ করার প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। বেশিরভাগ পণ্যের উপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে বলে তথ্য।
এই নয়া নীতি সামনে আসার পর, চীনের বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়েছে। বক্তব্য, তারা মেক্সিকোর নতুন শুল্ক নীতির উপর নজর রাখবে এবং এর প্রভাব বিবেচনা করবে, তবে সতর্ক করে দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ বাণিজ্যের স্বার্থকে 'যথেষ্ট ক্ষতিগ্রস্ত' করবে।
প্রতিক্রিয়ায় আরও জানানো হয়, 'চীন সবসময়, সকল ধরণের একতরফা শুল্ক বৃদ্ধির বিরোধিতা করে আসছে।'
এই নয়া নীতি কার্যকর হলে, কতটা চিন্তার ভারতের জন্য?
লাতিন আমেরিকায় টেক্সটাইল, অটো যন্ত্রাংশ এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কাজ করা ভারত এখন মেক্সিকান বাজারে প্রবেশের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে, উত্তর আমেরিকার সাপ্লাই চেন হওয়ার কারণে ভারতীয় রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরে মেক্সিকোকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি ধাপ হিসেবে ব্যবহার করে আসছে। সেখানেই বড় শুল্ক কার্যকর হলে, সমস্যা তৈরি হবে বাণিজ্যে।
মেক্সিকোর সিদ্ধান্তে মার্কিন মুলুকের ছায়া?
বিশ্লেষকরা মেক্সিকোর এই সিদ্ধান্তে ওয়াশিংটনের ছায়া দেখছেন স্পষ্ট। অতি সম্প্রতি মার্কিন মুলুক মেক্সিকান পণ্যের উপর ফের শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিল। তার মাঝেই মেক্সিকো যেন এই নয়া নীতির ঘোষণা করে বোঝাতে চাইল, বাণিজ্য বিষয়ে মার্কিন মুলুকের সঙ্গে একই পথে হাঁটছে তারাও।
