আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ আন্দোলন। তার মাঝেই পড়ুয়া মৃত্যুতে ক্ষোভে জ্বলছে গোটা আইআইটি গুয়াহাটি। অভিযোগের তীর, কর্তৃপক্ষের দিকে। 

 

ক্ষোভ-প্রতিবাদে উত্তাল আইআইটি গুয়াহাটি। ওই প্রতিষ্ঠানের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেলের ঘরে। পড়ুয়ার বাড়ি উত্তরপ্রদেশে। তাঁর সহপাঠীদের অভিযোগ, গোটা ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত, বারবার অহযোগিতা করেছে কর্তৃপক্ষ। অভিযোগ মৃত পড়ুয়ার পরিবারে খবর দেওয়ায় বাধা পর্যন্ত দেওয়া হয়।

 

ওই পড়ুয়ার সহপাঠীরা ভেন্টিলেশন দিয়ে মৃত পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখেন। অভিযোগ, তাঁর ঘরের দরজা ভাঙতে বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণের আবেদনের পর রাজি হলেও, দেহ নামানো হয় কয়েকঘণ্টা পর। ডিন এবং চেয়ারপার্সন পড়ুয়ার পরিবারকে খবর দিতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।

 এই নিয়ে ওই প্রতিষ্ঠানে এই বছরেই চার জনের মৃত্যুর খবর উঠে এসেছে। ঘটনার পর থেকেই, কর্তৃপক্ষের অসহযোগিতার কথা তুলে ক্ষোভে ফেটে পরেছেন আইআইটি গুয়াহাটির পড়ুয়ারা। চলছে লাগাতার ক্ষোভ-বিক্ষোভ।