আজকাল ওয়েবডেস্ক: উপলক্ষ্ আদানি গোষ্ঠীর তত্ত্বাবধানে নতুন করে তৈরি হওয়া তিরুঅনন্তপুরমের ভিঝিনজাম বন্দরের উদ্বোধন। এক মঞ্চে প্রধানমন্ত্রী, কমিউনিস্ট তথা কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন এবং কংগ্রেস সাংসদ শশী থারুর। যা দেখে আর লোভ সামলাতে পারলেন না নরেন্দ্র মোদি। বলেই ফেললেন, ইঙ্গিতবাহী মোক্ষম মন্তব্যটি। প্রদানমন্ত্রীর সাফ কথা, "এই অনুষ্ঠানটি অনেক মানুষের ঘুম ওড়াবে।"
বন্দর উদ্ধোনী মঞ্চে ভাষণে দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি মুখ্যমন্ত্রী (পিনারাই বিজয়ন) কে বলতে চাই, আপনি ভারতীয় জোটের একজন শক্তিশালী স্তম্ভ, শশী থারুরও এখানে বসে আছেন।" এরপরই মুখে হাসি নিয়ে মোদী বলেন, "আজকের অনুষ্ঠান অনেকের ঘুম ওড়াবে।"
ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও বামেরা আদানি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি নিয়ে সোচ্চার হয়েছেন আগেই। এরপর সেই আদানি গোষ্ঠীর তৈরি তিরুঅনন্তপুরমের ভিঝিনজাম বন্দরের উদ্বোধনে হাজির বিজয়ন ও থারুর। সেই মঞ্চেই মোদি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বললেন, " যাদের বার্তা দেওয়ার ছিল তাদের কাছে ঠিক পৌঁছে গিয়েছে।"
উল্লেখ্য, শশী থারুর হলেন কংগ্রেসের তিরুবনন্তপুরম লোকসভার সাংসদ। এই কেন্দ্রেরই অন্তর্গত ভিঝিনজাম বন্দরটি। তাঁর কেন্দ্রে আসছেন শুনেই থারুর তিরুবনন্তপুরম বিমানবন্দরে গিয়ে নিজে প্রদানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক নানা বিতর্ক। এর মধ্যেই প্রধানমন্ত্রীর ইঙ্গিতবাহী মন্তব্যে রাজনৈতিক জল্পনায় নতুন করে ঘি পড়ল।
