আজকাল ওয়েবডেস্ক: তুরস্কের ইস্তানবুল থেকে দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমানে এক নারী সহযাত্রীর সামনে প্রকাশ্যে হস্তমৈথুন করার অভিযোগে ৫৮ বছর বয়সী এক প্রবাসী (NRI) ব্যক্তিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। অভিযুক্তের কাছে রাশিয়ান পাসপোর্ট ছিল বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে তুর্কিশ এয়ারলাইন্সের TK-716 ফ্লাইটে। অভিযুক্ত ব্যক্তি বিমানে ওই নারীর পাশের আসনে বসে নিজেকে প্রকাশ্যে হস্তমৈথুন করেন বলে অভিযোগ। ভুক্তভোগী সঙ্গে সঙ্গেই কেবিন ক্রুদের জানান, এবং এরপর তাকে অন্য আসনে সরিয়ে নেওয়া হয়। ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিআইএসএফ এবং দিল্লি পুলিশ তাকে আটক করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে IPC-এর ৫০৯ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা ও মহিলাদের সম্মান রক্ষায় এই ঘটনা ঘিরে উদ্বেগ বেড়েছে।