আজকাল ওয়েবডেস্ক: একইদিনে দু'জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক যুবক। সকালে কোর্টে গিয়ে আইনি বিয়ে সারলেন প্রেমিকার সঙ্গে। রাতেই অন্য এক তরুণীর সিঁথিতে সিঁদুর পরালেন তিনি। বিষয়টি আর লুকানো যায়নি। অবশেষে জানাজানি হতেই বিপাকে পড়লেন ওই যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে। পুলিশ জানিয়েছে, প্রথম স্ত্রী যুবকের প্রেমিকা ছিলেন। চার বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। অতীতে দু'বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন তরুণী। কিন্তু যুবকের অনুরোধে গর্ভস্থ সন্তান মেরে ফেলেন। এমনকী কয়েক মাস আগেই মন্দিরে গিয়ে বিয়ে সারেন প্রেমিক যুগল।
দিন কয়েক আগেই তরুণী জানতে পারেন, যুবকের পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করেছেন। যার প্রস্তুতিও চলছে। যা নিয়ে যুবকের সঙ্গে অশান্তিও হয়। তরুণীকে তিনি জানান, আইনি বিয়ে সারলে পরিবারের তরফে আর আপত্তি জানাবে না। শেষমেশ সদ্য কোর্টে গিয়ে তাঁরা আইনি বিয়ে সারেন। সেদিন রাতেই পরিবারকে সাক্ষী রেখে অন্য এক তরুণীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই যুবক।
পরেরদিন আইনি বিয়ের কাগজপত্র নিয়ে যুবকের বাড়িতে হাজির হন তাঁর প্রথম স্ত্রী। তরুণী পুলিশকে জানিয়েছেন, চরম অপমান করে যুবকের পরিবার তাঁকে তাড়িয়ে দেয়। এমনকী তাঁদের বিয়ে মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেয়। তখনই থানায় পৌঁছে পুলিশের দ্বারস্থ হন তিনি। যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
