আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণের চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক। বাধা দেওয়ার প্রবল চেষ্টা করেছিল আট বছরের শিশু, চিল চিৎকারও করে। এই অপরাধেই ওই শিশুকে খুন করল যুবক। এরপর সে বস্তাবন্দিন শিশুর দেহটি এলাকারই এক স্কুলে ফেলে দেয়। পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে। তবে, এই অপরাধীকে ধরার সময় চলে গুলির লড়াই। যদিও, শেষরক্ষা হয়নি। ঘটনা উত্তরপ্রদেশের বারাণসীর। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মশার ধূপ কিনতে বেরিয়েছিল ৮ বছরের ওই শিশু। তারপর থেকেই সে নিখোঁজ। শিশুটির সন্ধান শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয়, ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটিকে অনুসরণ করছে ইরশাদ নামের প্রতিবেশী। কিছুক্ষণ বাদেই তাকে একটি বস্তা নিয়ে স্কুলের দিকে হাঁটতে দেখা যায়।

পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ইরশাদের দিকেই। এরপরেই ইরশাদের খোঁজে নির্যাতিতার পাড়ায় যায় পুলিশ। অভিযোগ,তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন যুবক। পুলিশ পাল্টা গুলি চালায়। এতেই ইরশাদের পায়ে গুলি লাগে। অবশেষে তাঁকে গ্রেফতার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

এলাকাবাসী জানিয়েছে, এই অপরাধের ফলে অঞ্চলজুড়ে আতঙ্ক রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে।গিয়েছে।

বারাণসী কাশী অঞ্চলের ডিসিপি গৌরব বনসাল বলেছেন, জেরায় অপরাধী জানিয়েছে ধর্ষণে বাধা দেওয়ার পরেই রাগের মাথায় সে আট বছরের ওই শিশুকে খুন করেঠে। ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। এরপর মৃতদেহ বস্তায় ভরে একটি স্কুলের সামনে ফেলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Last 24 Hours News (@last24hrsnews)