আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠানে নানা অনুভূতি জড়িয়ে থাকে। দিন কয়েক তুমুল হইহুল্লোড়ে মেতে থাকেন বর-বধূ সহ তাঁদের আত্মীয়রা। কিন্তু বিয়ের পর্ব মিটতেই আবেগপ্রবণ হন সকলে। বিশেষত নববধূর বিদায়বেলায় বাধ মানে না চোখের জল। নববধূর মতোই কেঁদে ভাসান উপস্থিত আত্মীয়রা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছে এক নববধূর বিদায়বেলার ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বিদায়বেলায় নববধূর পাশে বসে কেঁদে ভাসাচ্ছেন তাঁর স্বামী।
বিয়ের মরশুমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিদায়বেলায় নববধূকে আশীর্বাদ করছেন তাঁর বাবা-মা, আত্মীয়স্বজনরা। পাশেই বলেছিলেন অক্ষত নামের যুবক। দু'জনের পরনেই বিয়ের পোশাক। নতুন অধ্যায়ে পা রেখে আনন্দে ভাসলেও, কাছের মানুষদের ছেড়ে যাওয়ার মুহূর্তে আবেগপ্রবণ তরুণী। আত্মীয়রা যখন তাঁকে আশীর্বাদ করছেন, তখনই কেঁদে ভাসাচ্ছেন নববধূ।
স্ত্রীর পাশে বসে আবেগপ্রবণ স্বামীও। কিছুক্ষণ চোখের জল আটকে রেখেছিলেন। কিন্তু শেষপর্যন্ত আর পারেননি। নববধূর পাশে বসে হাউমাউ করে কেঁদে ভাসান যুবক। তাঁকে কাঁদতে দেখে অবাক হয়ে যান আত্মীয়রা। নববধূর বিদায়বেলায় স্বামীর কান্নাকাটির ভিডিও হু-হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এমন দৃশ্য দেখে নেটিজেনদের চোখেও জল। কেউ কেউ তাঁকে নরম মনের মানুষ বলে সম্বোধন করেছেন।
