আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে সম্প্রতি একটি কুয়োয় পড়ে এক ব্যক্তি ও তাঁর ১৫ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। সূত্রে জানা গিয়েছে বিলাসপুর জেলায় তাঁদের বাড়ি। বাড়ির উঠোনে অবস্থিত কুয়োতে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ জানাজানি হতে চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে৷  

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সিপাট থানার আওতাধীন উনি গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা বিষাক্ত গ্যাসের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন তরুণ জলের উপর ভাসমান মৃত ব্যাঙগুলি সরাতে কুয়োয় উঠেছিল। নিহতরা হলেন কৈলাস দাস গোস্বামী (৪০) ও তাঁর ছেলে অংশু।

প্রাথমিক তদন্ত অনুসারে, পেশায় গাড়িচালক গোস্বামী সম্প্রতি তা্র বাড়ির উঠোনে ২৫ ফুট গভীর একটি কূপ খুঁড়েছিলেন। সোমবার কিছু সমস্যার কারণে তাঁর বাড়িতে বিদ্যুৎ চলে যায়। এরপর তাঁর ছেলে দড়ি বাঁধা বালতি করে কূপ থেকে জল আনতে যায়৷ কূপের ভেতর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে বালক দেখতে যায়। জলের উপরে কিছু মৃত ব্যাঙ ভাসছিল। সেগুলি সাফ করতে কুয়োর ভেতর যায়। ছেলে অনেক্ষণ আসছেনা দেখে তার বাবা কুয়োর কাছে গিয়ে তাকে বাঁচাতে নিজেও তাতে ঝাঁপিয়ে পড়েন।

এরপর গোস্বামীর স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ও অন্যান্য আত্মীয়স্বজন সেখানে পৌঁছে পুলিশকে খবর দেয়। পুলিশকর্মীরা গ্রামবাসীদের সহায়তায় বাঁশের লাঠি ও দড়ি ব্যবহার করে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্তের রিপোর্ট না আসায় মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, বিষাক্ত গ্যাসে শ্বাস নেওয়ার পর অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। বর্তমানে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।