আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক আহত হয়েছে। প্রায় ১.৫ কোটি টাকা ডাকাতির মামলায় অভিযুক্ত ছিল সে৷ ২৯ এবং ৩০ জুনের মাঝে গভীর রাতে কবি নগরে ঘটনাটি ঘটে৷ 
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ডায়মন্ড তিরাহায় তল্লাশির চালায় পুলিশ। সেই সময়ে সন্দেহজনকভাবে একটি চার চাকার গাড়িকে তাদের দিকে আসতে দেখে। পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে অপর গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। আত্মরক্ষার জন্য গুলি চালালে পুলিশের গুলিতে এক অভিযুক্ত আহত হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জিতেন্দ্র। তার বিরুদ্ধে ২০২৩ সালে ১.৫ কোটি টাকার ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল, দুটি কার্তুজ উদ্ধার করেছে। মানবাধিকারের নিয়ম মেনে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠায়। তার চিকিৎসা চলছে৷
বর্তমানে তাকে জেরা করা হয়েছে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে৷
