আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকবছরে দিনে দিনে স্পষ্ট হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট। সেনা বনাম সেনার লড়াই নিয়ে ভোটে জিতে আসা সরকারের বদল ঘটেছে। মাঝের বছরখানেক সরকার চালাচ্ছিল একনাথ শিন্ডে শিবিরের বিধায়কদের সহায়তায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেরুয়া শিবির। ভোটমুখী রাজ্যে খুন হয়েছেন এনসিপি নেতা। সেসবের মাঝেই ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, একদফায় ভোট হবে মহারাষ্ট্রে। ২০ নভেম্বর ভোট সে রাজ্যে। গণনা ২৩ নভেম্বর। মনোনয়ন জমা শুরু ২২ অক্টোবর, শেষ দিন ২৯ অক্টোবর।
একই দিনে ঘোষণা হয়েছে ঝাড়খণ্ডে ভোটের দিনক্ষণ। ঝাড়খণ্ডে ভোট হবে দু’ দফায়। ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তুঙ্গে চর্চা। হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর চম্পাই সোরেন মুখ্যমন্ত্রীর কুরশিতে বসলেও, হেমন্তের প্রত্যাবর্তনের পরেই সরতে হয় তাঁকে। আর তার পরেই জেএমএম-এর হাত ছাড়েন চম্পাই। এই পরিস্থিতিতে ভোট হবে সে রাজ্যেও। ঝাড়খণ্ডে ভোট দু' দফায়। ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর ভোট হবে হেমন্ত সোরেনের রাজ্যে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দু’ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। একই সঙ্গে দুই রাজ্যের ভোটারদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। জানিয়েছেন ভোট হবে উৎসবের মেজাজে, ভোট হবে অবাধ-স্বচ্ছ।
