আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র সরকার হোমিওপ্যাথি চিকিৎসকদের মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিল (MMC)-এ নিবন্ধনের অধিকার প্রত্যাহার করায় প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের হাজার হাজার হোমিওপ্যাথি চিকিৎসক। এ নিয়ে ‘মহারাষ্ট্র ইউনাইটেড হোমিওপ্যাথিক ডক্টরস ফ্রন্ট’ (MUHDF)-এর আহ্বানে আজাদ ময়দানে তিন দিনের অনশন শুরু হয় ১৬ জুলাই সকাল ১১টা থেকে। তবে, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের আশ্বাসে এই অনশন আপাতত স্থগিত করা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে ছিল বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রবল বিরোধিতা। বিশেষত, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ও মহারাষ্ট্র সিনিয়র রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (MSRDA) দাবি করে, CCMP (সার্টিফিকেট কোর্স ইন মডার্ন ফার্মাকোলজি) পাশ হোমিওপ্যাথি চিকিৎসকদের আধুনিক চিকিৎসা (অ্যালোপ্যাথি) প্রয়োগের অধিকার দেওয়া জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এরই প্রেক্ষিতে ১১ জুলাই মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিল একটি পূর্ববর্তী বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন করে CCMP রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়।
MUHDF সদস্য জয়ন্ত রঞ্জনে বলেন, “আমরা শুধু MMC-এ রেজিস্ট্রেশন চাইছি। হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্য সরকারি চাকরি নেই। তাই আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবা দানে আমাদের স্বীকৃতি দেওয়া হোক।” তিনি জানান, প্রায় ৯,০০০ জন CCMP প্রশিক্ষণপ্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসক এই আন্দোলনে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: এডিটরস গিল্ডের বিবৃতি: অজিত অঞ্জুমের বিরুদ্ধে FIR দায়ের নিয়ে গভীর উদ্বেগ
সরকারি আশ্বাসে অনশন প্রত্যাহার
রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আন্দোলনের প্রথম দিনেই সংশ্লিষ্ট চিকিৎসক প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন। মহারাষ্ট্র হোমিওপ্যাথি কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেটর ড. বাহুবলি শাহ বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে, CCMP প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা যোগ্য ও রোগীর নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপোষ করবেন না।” সরকার এই ইস্যু খতিয়ে দেখার জন্য চার দিনের সময় চেয়েছে। আন্দোলনকারীরা ৮ দিনের আল্টিমেটাম দিয়ে অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেন। তবে তারা স্পষ্ট করেছেন যে, এই সময়সীমার মধ্যে সমাধান না এলে আন্দোলন নতুনভাবে শুরু হবে।
বিশেষজ্ঞ কমিটি নিয়ে অসন্তোষ
সরকার পরিস্থিতি শান্ত করতে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যেখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় ক্ষেত্রের প্রতিনিধি রয়েছেন। তবে আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন, এই কমিটিতে মাত্র একজন BHMS (ব্যাচেলর অব হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) চিকিৎসক রয়েছেন, যা হোমিওপ্যাথি চিকিৎসকদের স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট নয়।
আন্দোলনকারীদের মূল দাবি
CCMP প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের MMC নিবন্ধন ফিরিয়ে দিতে হবে
মেডিকেল এডুকেশন ও FDA কর্তৃক জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে
ভবিষ্যতের সমস্ত বিশেষজ্ঞ কমিটিতে BHMS চিকিৎসকদের যথাযথ প্রতিনিধিত্ব দিতে হবে
গ্রামীণ, আদিবাসী ও প্রান্তিক অঞ্চলে যারা আধুনিক চিকিৎসা দিচ্ছেন, সেই CCMP চিকিৎসকদের ভূমিকা সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে
প্রসঙ্গত, ৩০ জুন MMC একটি বিজ্ঞপ্তির মাধ্যমে CCMP চিকিৎসকদের নির্ধারিত সীমার মধ্যে আধুনিক চিকিৎসা চর্চার অনুমতি দিয়েছিল। কিন্তু ১১ জুলাই IMA-র আপত্তির পর তা বাতিল করা হয়। এই প্রেক্ষিতে হোমিওপ্যাথি চিকিৎসকরা তাঁদের "ক্রস-প্যাথি"–র (অন্য চিকিৎসা পদ্ধতি অনুসরণ) অধিকার রক্ষায় আন্দোলনে নামেন। পরবর্তী ৮ দিনে সরকার কী পদক্ষেপ নেয়, তার উপর নির্ভর করছে মহারাষ্ট্রে এই সঙ্কটের ভবিষ্যৎ গতিপথ। আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি দাবি পূরণ না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
