আজকাল ওয়েবডেস্ক: সরকারি মেডিক্যাল কলেজ। সেখানেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। ফের প্রশ্ন উঠছে কর্মক্ষেত্রে, প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে। সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলে তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। দু' জনেরই বয়স ২৫। পুলিশ ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে।

ঘটনাস্থল মধ্যপ্রদেশ। গোয়ালিয়রের গজরাজ মেডিক্যাল কলেজ। ঘটনা ঘটেছে রবিবার। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদিন পরীক্ষা ছিল তাঁদের। পরীক্ষা দিতে যাওয়ার আগে মহিলা জুনিয়র চিকিৎসককে পাশের পরিত্যক্ত এক ছেলেদের হোস্টেলে ডেকে পাঠায় সহকর্মী চিকিৎসক। মহিলা চিকিৎসক কলেজেরই মহিলা হস্টেলে থাকতেন।

সেখানকার এসপি অশোক জাদন ঘটনাপ্রসঙ্গে জানিয়েছেন, মহিলা চিকিৎসক অভিযোগ করেছেন, তাঁকে পরিত্যক্ত হোস্টলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করেছেন তাঁর সহকর্মী। হুমকিও দেওয়া হয়, অভিযোগে তেমনটাই জানিয়েছেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন মহিলা চিকিৎসক পুলিশের দ্বারস্থ হন। কম্পু থানায় গিয়ে তিনি সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযগের ভিত্তিতে ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই, ফের ক্ষোভ সাধারণের মধ্যে। নিজের প্রতষ্ঠানে, কর্মক্ষেত্রে, সহকর্মী কিংবা সহপাঠীর কাছেই যদি সুরক্ষা না থাকে? পরপর একই ঘটনায় প্রশ্ন উঠে আসছে ফের।