আজকাল ওয়েবডেস্ক: বহু বছর ধরে রয়েছেন সঙ্গীর সঙ্গে। লিভ-ইন পার্টনারের ব্যবসার প্রায় সব টাকা পয়সাও ছিল তাঁর কাছেই। তবু, যদি ছেড়ে যান সঙ্গী, সেই ভয়েই নিজের বাড়ি থেকেই সঙ্গীর প্রায় দেড় কোটি টাকা চুরি করে নিলেন যুবতী। আর ঘটনায় ধরাও পড়ে গেলেন হাতেনাতে। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনায় রীতিমতো হইচই।
ঘটনার সামনে আসে ১৩ মার্চ। সিভালি জাডন নামের ওই যুবতী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, তিনি বাড়ি ফিরে দেখেন, তাঁর ফ্ল্যাটের দরজা ভাঙা। তাঁর লিভ-ইন পার্টনার অঙ্কুশের তিনটি ব্যাগ-সহ চারটি ব্যাগ চুরি গিয়েছে। সিভালি একটি বিউটি পার্লারের মালিক। সেখান থেকে ফিরেই তিনি ফ্ল্যাটে চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের করেন পুলিশে।
পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখতে পান, ভিন্ন সময়ে দুই পৃথক ব্যক্তি ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন আবাসন থেকে। তদন্তে এক ব্যক্তিকে আটক করলে জানতে পারেন, নাম ধীরু থাপা। ব্যক্তি সম্পর্কে সিভালির জামাইবাবু। তিনি নিজেও একসময় পুলিশ ছিলেন। অপরাধজনিত ঘটনায় নাম জড়ানোর পর চাকরি চএল যায় তার। তিনি সব টাকা ফেরত দিয়েছেন।
সঙ্গেই জানা গিয়েছে, সিভালি সম্পর্কে নিরাপত্তাহীনতার কথা ভেবেই তার সঙ্গে পরিকল্পনা করেছিলেন অঙ্কুশের টাকা চুরি করে নেওয়ার। ঘটনায় রীতিমতো অবাক সিভালির দিদিও। তিনি ঘটনা প্রসঙ্গে ঘূণাক্ষরেও কিছু জানতেন না বলে জানিয়েছেন পুলিশকে। পুলিশ অপর ব্যক্তির খোঁজ চালাচ্ছে।
