আজকাল ওয়েবডেস্ক: অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে গুজব ছড়ালে, ভারতীয় সেনাবাহিনী তা সরাসরি অস্বীকার করেছে।

গোল্ডেন টেম্পল — যাকে শিখ ধর্মের আধ্যাত্মিক দুর্গ বলা হয় — অতীতে বহুবার বহিরাক্রমণ সহ্য করেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে। ১৭৪০ সালে মসা রংগরের অবমাননার বিরুদ্ধে মেহতাব সিংয়ের ঐতিহাসিক প্রতিশোধ, আহমদ শাহ আবদালির আক্রমণ, ১৭৬২ সালের বড় হত্যাযজ্ঞ — সবকিছু পেরিয়ে মন্দির আবার জেগে উঠেছে। ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টার-এ আবারো রক্ত ঝরেছিল এই পবিত্র ভূমিতে।

আজও এই আস্থার কেন্দ্র নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানোয় ক্ষুব্ধ শিখ সমাজ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গোল্ডেন টেম্পলের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তারা সদা সচেষ্ট।