আজকাল ওয়েবডেস্ক : দৈনন্দিন জীবনে যদি হঠাৎ করে নগদ টাকার দরকার হয় তবে সকলের একমাত্র ভরসা হল এটিএম মেশিন। কিন্তু প্রতিদিন আপনি কত টাকা এটিএম থেকে ফেলতে পারবেন সেকথাও প্রায় সকলের জানা। তবে সেই নিয়মে খানিকটা পরিবর্তন হয়েছে। এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বারোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পিএনবি। এই সবকটি ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা জেনে নিন নতুন নিয়ম। রোজ কত টাকা আপনারা নিজেদের এটিএমে ফেলতে পারবেন।
যদি এসবিআইতে আপনার অ্যাকাউন্ট থাকে তবে এটিএম থেকে আপনি রোজ ৪৯ হাজার টাকা পর্যন্ত ফেলতে পারবেন। এখান থেকে আপনি নিজের পিপিএফ, আরডি এবং লোন অ্যাকাউন্টেও টাকা ফেলতে পারবেন।
যদি এইচডিএফসি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকে তবে এটিএম থেকে রোজ আপনি ২৫ হাজার টাকা তুলতে পারবেন। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এই টাকার অর্থ হবে ১ লক্ষ টাকা। এই টাকা শুধুমাত্র এইচডিএফসি এটিএমেই ফেলতে পারবেন।
যদি ইউনিয়ন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকে তবে এটিএম থেকে রোজ আপনি ৪৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ফেলতে পারবেন। যদি ১ লক্ষ টাকা বা তার বেশি ফেলতে হয় তবে আপনাকে প্যান কার্ড নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যেতে হবে।
যদি ব্যাঙ্ক অফ বারোদায় আপনার অ্যাকাউন্ট থাকে তবে এটিএম থেকে আপনি ৪৯ হাজার ৯৯৯ টাকা জমা করতে পারবেন। এর বেশি হলে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে।
যদি পিএনবিতে আপনার অ্যাকাউন্ট থাকে তবে এটিএম থেকে আপনি ৪৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত ফেলতে পারবেন। এর বেশি হলে আপনাকে প্যান নম্বর নিয়ে ব্যাঙ্কে যেতে হবে।
