আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে কোরিয়ান সিরিজে ডুবে থাকছে বড় একটা সংখ্যার তরুণ প্রজন্ম। তবে কোরিয়ার ঘর আর ভারতের গেরস্থের মধ্যে নাকি রয়েছে বিস্তর ফারাক। আর সেই বিষয়ের উপরেই একটি তালিকা দিলেন মহিলা। 

জনৈক কোরিয়ান এক মহিলা একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, তাঁর মতে এই দুই দেশের ঘর, গেরস্থের মধ্যে প্রধান পার্থক্যগুলি কী কী। কোরিয়ার ওই মহিলা এখন ভারতে বসবাস করেন। কাজেই দুই দেশের ঘরবাড়ি, জীবন যাপন জানেন তিনি ভাল ভাবেই। ইউটিউবের একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন, বেশকিছু জিনিস রয়েছে, যা ভারতীয় পরিবারে অতি পরিচিত, কিন্তু কোরিয়ায় একেবারে অপরিচিত। 


তাঁর মতে, দুই দেশের ঘরের প্রধান পার্থক্যগুলির মধ্যে অন্যতম হল, ভারতে বৈদ্যুতিন যে কোনও জিনিস ব্যবহারের জন্য সুইচ ব্যবহার করতে হয়, কিন্তু কোরিয়ায় তা সরাসরি যুক্ত থাকে। দ্বিতীয় পার্থক্য, বেশিরভাগ ভারতীয়রা ঘরে সিলিং ফ্যান ব্যবহার করে থাকেন। কিন্তু কোরিয়ানরা মূলত স্ট্যান্ড ফ্যান ব্যবহারে স্বচ্ছন্দ। ওই ভিডিওর সব শেষে তিনি বলছেন, কোরিয়ায় কেউ বিনা অনুমতিতে ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু ভারতে? ভিডিওতে টিকটিকি, পায়রার ফুটেজ দিয়ে তিনি বলেন, ভারতে তারা যখন তখন ঘরের ভেতরে ঢুকে পড়ে।


প্রায় ৬ লক্ষ মানুষ ইতিমধ্যে ওই ভিডিও দেখেছেন ইউটিউবে। একজন আবার কমেন্টে লিখেছেন, এ দেশে টিকটিকি হল সেই ভাড়াটিয়া, যে রুমমেট হয়, কিন্তু ভাড়া দিতে হয় না। কেউ বলছেন টিকটিকি ছাড়া ভারতীয়দের ঘর নাকি ফাঁকা ফাঁকা লাগে।