আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে একটি ভাইরাল ভিডিওতে ঘিরে একেবারে চাঞ্চল্য পড়ে গেল। সেখানে এমন কী দেখা গেল যা দেখে সকলের চোখ কপালে উঠে গেল।


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাশ্মীরের একটি স্কুলে বেশ কয়েকজন পড়ুয়া একসঙ্গে চা তৈরি করছে। শুধু তাই নয়, তারা চা তৈরি করছে তাদের স্কুলের প্রধান শিক্ষকের জন্য। জম্মুর একটি মন্তেশ্বরী স্কুলের এই ভিডিও সকলের মনকে নাড়িয়ে দিয়েছে।


সেখানে পড়ুয়াদের মধ্যে একজন লিডারকে দেখা গিয়েছে। সে অন্য একজনকে ছোটু বলে ডেকেছে। এরপর সকলে মিলে একসঙ্গে যে চা তৈরি করেছে তাকে তারা সকলে মিলে ভাগ করেও পান করেছে। শুধু প্রধান শিক্ষকের জন্য চা তৈরি করেনি তারা। সকলে মিলে সেই চা আনন্দের সঙ্গে পান করেছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Montessori Nargis Dutt School (@anil_chowdhary_17_12)