আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের রাত। সীমান্ত ও সংলগ্ন এলাকায় তখন ক্ষেপনাস্ত্র, ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। সতর্ক ভারত। পাক সীমান্তের কাছে হওয়ায় রাজস্থানের বিস্তীর্ণ অংশে তখন ঘুটঘুটে অন্ধকার। ব্ল্য়াকআউট করে দিয়েছে প্রশাসন। কিন্তু, এই অন্ধকারে তো আর বিয়ে আটকে থাকতে পারে না। তাই অন্ধকারের মধ্যেই ধর্মীয় সব রীতিনীতি বজায় রেখে টর্চের আলোয় বিয়ে হল যোধপুর জেলার এক যুগলের।
ওই বিয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গত রাতে শহরের পাওতা এলাকায় বিয়ের অনুষ্ঠানটি চলছিল। জীবনভর একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ হতে হিন্দু শাস্ত্রের সাতপাকের রীতি রয়েছে। এই সাতপাকে ঘোরার রীতি 'ফেরা' নামে প্রসিদ্ধ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, দম্পতি তাদের ফেরা শুরু করার ঠিক পরেই আলো নিভে গেল। যার ফলে পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। প্রশাসন ব্ল্যাকআউটের কথা জানিয়েছিল কিন্তু 'ফেরা' মাঝপথে বন্ধ করে দেওয়ায় অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই, বর-কনে উভয় পক্ষই মোবাইল ফ্ল্যাশলাইটের সাহায্যে 'ফেরা' সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়।
দেখা যাচ্ছে, অনুষ্ঠানে হাজির অতিথি এবং পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফ্ল্যাশলাইট জ্বালিয়েছেন, পুরোহিত মন্ত্র বলছেন, ওই আলোতেই অগ্নিসাক্ষী করে সাতবার পাক খাচ্ছেন নবদম্পতি।
राष्ट्र सर्वोपरि।
— Sagar Kumar “Sudarshan News” (@KumaarSaagar)
कल जब पाकिस्तान से ड्रोन अटैक किया जा रहा था,उस समय जोधपुर के ये हिंदू दंपति ब्लैक आउट के अंदर ही विवाह कर रहा था।
सेना पर पूरा भरोसा था।
इसलिए पूरे विश्वास से विवाह संपन्न हुआ।
जोधपुर, राजस्थान
जय हिंद की सेना। pic.twitter.com/490vEqsH26Tweet by @KumaarSaagar
পরিবারের সদস্যদের বক্তব্য যে, তারা দেশের নিরাপত্তার সঙ্গে কোনওমতেই আপস করতে পারবেন না তাই মোবাইল ফোনের আলোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হল।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিয়ের ভিডিও নেটিজেনদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিকে সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা করার জন্য রাতে সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছিল। সূত্র জানিয়েছে, ব্ল্যাকআউটের কারণে সূর্যনগরী এলাকার অনেক বিয়ের অনুষ্ঠান ব্যহত হয়েছে।
