আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তার কারণে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত একাডেমিক সমঝোতা স্মারক (MoU) স্থগিত করেছে। জেএনইউ’র এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানানো হয়েছে, "জাতীয় নিরাপত্তার কারণে জেএনইউ ও ইনোনু বিশ্ববিদ্যালয়ের মধ্যে MoU পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রইল। জেএনইউ জাতির পাশে রয়েছে।"

এই চুক্তি ৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে স্বাক্ষরিত হয় এবং ২০২৮ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। কিন্তু সম্প্রতি তুরস্কের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ এবং ভারতের বিরুদ্ধে সম্ভাব্য ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এটি পুনর্বিবেচনা করা হয়।

'বয়কট তুরস্ক' আন্দোলন নতুন গতি পেয়েছে এ ঘটনার প্রেক্ষিতে। জেএনইউ কর্তৃপক্ষ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষকদের চুক্তি স্থগিতের বিষয়ে অবহিত করেছে এবং প্রয়োজনে বিকল্প একাডেমিক ব্যবস্থার আশ্বাস দিয়েছে।