আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে একাধিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী আত্মঘাতী হলেন রাজস্থানের কোচিং হাব কোটায়। বুধবার পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। দুই পড়ুয়াই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য কোটায় প্রস্তুতি নিচ্ছিলেন। দু'জনেই ভিন রাজ্য থেকে এসেছিলেন কোটায়। পরীক্ষার প্রস্তুতির মাঝেই চরম পদক্ষেপ করলেন তাঁরা। পড়ুয়াদের আত্মহত্যার ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়াল শহরজুড়ে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কোটার ডাকানিয়া এলাকায় একটি হস্টেল থেকে ২০ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম, অভিষেক। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। গত বছর মে মাসে কোটায় আসেন। সে সময় থেকে একটি হস্টেলে থাকতেন তিনি। মঙ্গলবার রাতে হস্টেলের ঘরে আত্মঘাতী হন তিনি। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারেও। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তার কারণ অজানা। 

এদিকে মঙ্গলবারেই কোটায় আরও একটি হস্টেল থেকে এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ করেছিল পুলিশ। ওই যুবক হরিয়ানার বাসিন্দা ছিলেন। তাঁর ঘর থেকেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।