আজকাল ওয়েবডেস্ক : রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। রাজ্যসভায় অমিতাভ পত্নীকে নিয়ম মেনে চলতে বললেন উপ রাষ্ট্রপতি। বিষয়টি তখন উঠে আসে যখন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন রাজ্যসভায় নিজেকে জয়া অমিতাভ বচ্চন বলে সম্বোধন করেন।
এই শব্দ উচ্চারণ করতেই উপ রাষ্ট্রপতি তাঁকে বলেন, আমাকে শেখাতে যাবেন না। আপনি অনেক কিছু অর্জন করেছেন। আপনি জানেন আপনার পরিচালক কীভাবে আপনাকে পরিচালনা করবে। কিন্তু আমি এখানে বসে সর্বদা সবকিছু নজরে রাখছি। এখানেই থেমে থাকেননি উপ রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, আপনি একজন সেলিব্রিটি হতে পারেন। কিন্তু আপনাকে রাজ্যসভার নিয়মকানুন মানতে হবে।
এই শব্দ উচ্চারণ করতেই উপ রাষ্ট্রপতি তাঁকে বলেন, আমাকে শেখাতে যাবেন না। আপনি অনেক কিছু অর্জন করেছেন। আপনি জানেন আপনার পরিচালক কীভাবে আপনাকে পরিচালনা করবে। কিন্তু আমি এখানে বসে সর্বদা সবকিছু নজরে রাখছি। এখানেই থেমে থাকেননি উপ রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, আপনি একজন সেলিব্রিটি হতে পারেন। কিন্তু আপনাকে রাজ্যসভার নিয়মকানুন মানতে হবে।
