আজকাল ওয়েবডেস্ক: ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করার পর, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মোদিকে ফোন করে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, 'ইজরায়েলের প্রধানমন্ত্রীনেতানিয়াহুর থেকে একটি ফোন পেয়েছি। তিনি আমাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছি এবং দেশজুড়ে দ্রুত শান্তি ও ফিরে আসুক এটাই কামনা করি।'
উল্লেখ্য, গাজার সঙ্গে সংঘাত চলাকালীন একাধিকবার নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে মোদির। কিন্তু এবার ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতের পরিস্থিতিতে দেশজুড়ে চাঞ্চল্য। তার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন তিনি।
প্রসঙ্গত,শুক্রবার ভোর রাতেই ইরানের ওপরে হামলা চালায় ইজরায়েল। ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিতেই হামলা করেছে ইজরায়েল। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও।
হামলার কয়েক ঘণ্টার মধ্যে। ১০০–রও বেশি ড্রোন নিয়ে হামলা চালায় ইরান। ইরানের শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে।'
জেরুজালেমের ওপর, বিশেষ করে তেল আভিভে আছড়ে পড়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। জানা গিয়েছে, এর আগে ইজরায়েল লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় ইরানিয়ান সেনা। কিন্তু ইজরায়েলি এয়ার ডিফেন্স সেই হামলা প্রতিহত করলেও মাঝরাতে মিসাইল হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে।
একাধিক ছবিতে দেখা গিয়েছে, তেল আভিভে বিস্ফোরণ হয়েছে। ইরান রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়। অন্যদিকে, ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, কিছু মিসাইল প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে রাতভর ইরানের হামলার জেরে ঘরছাড়া হতে হয় তেল আভিভের সাধারণ মানুষকে।
