আজকাল ওয়েবডেস্ক: হিন্দুদের কাছে একটি বিশেষ দিন মকর সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর মুখে যাত্রা শুরু করে। সূর্য নবম রাশি ধনু থেকে দশম রাশি মকরে প্রবেশ করে। বাংলা ক্যালেন্ডারে নবম মাস অর্থাৎ পৌষ মাসের সমাপ্তির দিনকে মকর সংক্রান্তি বলা হয়। 

দেশের বিভিন্ন প্রান্তে নানা উৎসবের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। নানা নামও রয়েছে এই দিনটির। উত্তরপ্রদেশে মকর সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গাল, গুজরাত এবং রাজস্থানে উত্তরায়ণ, হরিয়ানা এবং পাঞ্জাবে মাঘী। মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক এবং তেলঙ্গানায় এই বিশেষ দিনটিকে পৌষ সংক্রান্তি নামে পালন করা হয়। 

হিন্দু পঞ্চাঙ্গ বা ক্যালেন্ডার অনুযায়ী মলমাস অশুভ। এই দিন সূর্য মকর রাশির ঘর থেকে কুম্ভ রাশির দিকে গমন করলে তা মলমাসের সমাপ্তি হিসেবে ধরা হয়। একেই বলা হয় মকর সংক্রান্তি। সেই ক্যালেন্ডার মতে ২০২৫ সালে মকর সংক্রান্তির দিনটি পড়েছে ১৪ জানুয়ারি, মঙ্গলবার। ওই দিনে পূণ্যকাল শুরু হবে সকাল ৯টা ৩ মিনিট থেকে। চলবে বিকেল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত। মহাপূণ্যকাল চলবে সকাল ৯টা ৩ মিনিট থেক সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত।

বাঙালিরা এই দিনটিতে পিঠেপুলি খেয়ে উৎসব পালন করে। গুজরাতে এই বিশেষ দিনটিতে ঘুড়ি উৎসব হয়। মহারাষ্ট্রে পুরান পোলি খাওয়া হয় এই দিনটিতে। আসন্ন মকর সংক্রান্তিতে এ বছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১২ বছর পর পর মহাকুম্ভের আয়োজন হয়। এ বছর মহাকুম্ভ উপলক্ষে প্রায় ৪০ কোটি পূণ্যার্থীর সমাগম হতে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর মেলার আয়োজন হয় মকর সংক্রান্তির দিনে। জোরকদমে চলছে সেই প্রস্তুতি।