আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার হলেই, অনেকের মনেই ‘উইকএন্ড’ ভাইবস। কারণ বহু কর্মীর শনি-রবি দু’ দিন ছুটি। কোথাও কোথাও শনিবার অর্ধেক অফিস। ফলে ছুটির আমেজ। এই অবস্থায় প্রশ্ন অনেকের মনে, আগামী সপ্তাহের শুরুতেই কি ছুটি আবার? অর্থাৎ ৭ জুলাই, সোমবার ‘মনডে ব্লুজ’ নিয়ে অফিস যেতে হবে কিনা, তারই তথ্য তালাশ।


কেন ছুটির ভাবনা? কারণ মহরম। মহরম হল ইসলামিক ক্যালেন্ডারের শুরুর দিন। ইসলামিক নববর্ষের সূচনার দিন। মহরম উপলক্ষ্যে বেশকিছু জায়গার স্কুল কলেজ, ব্যাঙ্ক বন্ধ থাকে।  তবে মহরম ৬ জুলাই পালিত হবে নাকি ৭ জুলাই এখনও প্রশ্ন তা নিয়েও। কারণ সমগ্র বিষয়টি নির্ভর করছে চাঁদের উপর। 

যদি ৭ জুলাই মহরম উপলক্ষে ছুটি ঘোষণা হয়, তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অফিস, স্কুল, কলেজ, পোস্ট অফিস ছুটি থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে স্কুল পড়ুয়া অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে বিজ্ঞপ্তির দিকে।

মহরমের ছুটি সোমবার ঘোষণা হলে উত্তর প্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ-সহ বেশকিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা। ফলে ওইসব বিশেষ কিছু জায়গায় সোমবার ব্যাঙ্কের লেনদেন বন্ধ থাকতে পারে।