আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহার করেছিল। রবিবার ভারত কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর রটে যায়। যা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। এরপরই ওিসব খবরকে 'ভুয়ো' বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার আমেরিকা রাতারাতি ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এই হামলার প্রেক্ষিতে ইরান প্রতিশোধ নিলে আরও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহার করেছিল বলে রটনা ছড়ায়।
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এরপরই এক্স-এ একটি পোস্ট করে। তাতেই ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। ওই পোস্টে লেখা হয়েছে, "অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করেছে যে #MidnightHammer অপারেশনের সময় ইরানের বিরুদ্ধে বিমান চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আকাশসীমা ব্যবহার করেছিল। এই দাবিটি ভুয়ো।"
Several social media accounts have claimed that Indian Airspace was used by the United States to launch aircrafts against Iran during Operation #MidnightHammer #PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck)
❌ This claim is FAKE
❌Indian Airspace was NOT used by the United States during Operation… pic.twitter.com/x28NSkUzEhTweet by @PIBFactCheck
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, "অপারেশন #MidnightHammer চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আকাশসীমা ব্যবহার করেনি।"
এক্স পোস্টে বলা হয়েছে যে, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক প্রেস ব্রিফিংয়ের সময় মার্কিন বিমানের ব্যবহৃত রুট ব্যাখ্যা করেছিলেন। তাতে কোথাও ভারতের আকাশসীমা ব্যবহারের উল্লেখ নেই।
