আজকাল ওয়েবডেস্ক: একটি ভিডিও সর্বত্র শোরগোল ফেলে দিল। লুধিয়ানার এই ছবি এখন সকলের নজরে। সকলেই এই ভিডিও দখে অবাক হয়েছেন। এভাবে যদি খাবার তৈরি করা হয় তাহলে তো সকলের কাছে বিরাট সমস্যা তৈরি হবে।


যে ব্যক্তির এই ভিডিও তার রাস্তার ধারে একটি খাবারের দোকান রয়েছে। সেখানে তিনি পকোড়া তৈরি করেন। তবে প্যাকেট থেকে সরাসরি তার তৈরি করা পকোড়া সকলকে অবাক করেছে। একেবারে গরম তেলে প্লাস্টিকের পাউচ প্যাকেট তিনি সরাসরি চুবিয়ে দিচ্ছেন। এভাবেই প্লাস্টিকের দূষণ সরাসরি মিশছে খাবারে।

আরও পড়ুন: ভারতীয় পোস্ট অফিসের নিয়মে বিরাট পরিবর্তন, কোন সুবিধা পাবেন গ্রাহকরা


এক ফুড ব্লগার এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি সেখানে লিখেছেন যদি খিদে পায় তাহলে এই ভিডিও দেখতে পারেন। তাহলে আপনার মুখে আর কোনও কথা সরবে না। এই ভিডিওটি সকলে নাম দিয়েছে মাইক্রোপ্লাস্টিক পকোড়া। যেভাবে এখানে খাবার তৈরি করা হয়েছে সেখানে সকলেই আঁতকে উঠেছেন।

ভিডিওতে দেখা গিয়েছে যার দোকান তিনি সরাসরি সিল করা তেলের প্যাকেট সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছেন। প্লাস্টিকের প্যাকেট সেখানে নরম হচ্ছে এবং তেল বেরিয়ে সোজা মিশছে। সেই তেলেই পকোড়া ভাজার কাজটি চলছে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Harry Uppal (@therealharryuppal)