আজকাল ওয়েবডেস্ক: মা-ছেলের বন্ধনকে পবিত্র এবং নিষ্কলঙ্ক হিসাবে মনে করা হয়। মাতৃত্বের পবিত্রতা, করুণা, লালন-পালন এবং নিঃস্বার্থ ভালবাসা ঐশ্বরিক গুণাবলীর সঙ্গে তুলনীয়। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি প্রবণতা দেখা দিয়েছে, যেখানে মায়েদের তাদের সন্তানদের সাথে জনপ্রিয় গানের তালে তালে গান গাইতে বা নাচতে দেখা যায়। যদিও বেশিরভাগ ভিডিও হৃদয়স্পর্শী হয়। কিন্তু কিছু ভিডিও নৈতিকতা এবং মূল্যবোধ সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য করে। কিছু মানুষ শুধুমাত্র 'লাইক' এবং 'শেয়ার' অর্জনের আকাঙ্ক্ষায় অনুপযুক্ত ভিডিও আপলোড করে থাকেন।
মা ও ছেলের একটি ভিডিও সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। ইনস্টাগ্রামে ‘সন্তুর মম রচনা’ নামে পরিচিত এক ইনফ্লুয়েন্সারের শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে, মা রচনাকে তাঁর ছেলের সঙ্গে হাত ধরে হাঁটছেন। কিন্তু হাঁটার ধরণ সদ্য প্রেমে পড়া যুগলের মতো। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছে। বিতর্ক এতটাই চরমে উঠেছে যে ভিডিওটির মন্তব্য বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ক্যাপশনে লেখা রয়েছে, 'মা এবং ছেলে'। কিন্তু তাঁদের আচার আচরণ সন্দেহজনক ঠেকেছে সকলের। এই প্রথম নয় রচনা এর আগেও অনেকবার তাঁর ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বহু ভিডিও শেয়ার করেছেন সমাজমাধ্যমে।
