আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালের সেপ্টেম্বর মাস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা হয়। ১২ রাজ্যের ৭৫ জেলায় হেঁটেছিলেন কংগ্রেস নেতা। সঙ্গে আরও অনেকে। দ্বিতীয় দফাতেও হয়েছে ভারত জোড়ো যাত্রা। হাত শিবিরের এই কর্মসূচি এতটাই অনুপ্রাণিত করেছে যুগলকে, নিজেদের বিয়েতেও ছাপ রাখলেন তার।
কীভাবে জানেন? অভিলাশা কোতওয়াল এবং ভিনাল উইলিয়াম তাদের বিয়ের অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘ভারত জোড়ো বিবাহ’। শুধু তাই নয়, তাঁদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে।
বিয়েতে তাঁরা দেশের বৈচিত্রের দিকটিও তুলে ধরেছেন। বিয়ের আমন্ত্রণ পত্রে তার ছাপ ছিল স্পষ্ট। কারণ ওই আমন্ত্রণ পত্রেই যুগলের জন্মস্থান, বাসস্থানের পরিচয় দেওয়া ছিল। চিঠিতে অভিলাশার নামের পাশে লেখা বাংলা এবং জম্মুর মেয়ে, ভিনালের নামের পাশে লেখা পাঞ্জাব এবং কেরলের ছেলে।
নিজেদের বিয়ের চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিলাশা রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ট্যাগও করেছেন। তাঁরা জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রা থেকে অনুপ্রাণিত হয়েই আমন্ত্রণ পত্রে লিখেছেন ‘ভারত জোড়ো বিবাহ’। বিয়ের আমন্ত্রণপত্র গান্ধী পরিবারের কাছে পৌঁছেও দিয়েছেন তাঁরা।
