আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ দেখলে ঘোর লেগে যাবে। মনে হতে পারে স্বপ্ন, কিন্তু সবটাই বাস্তব। মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাংলোয় পা রাখলেই প্রথমে নজরে আসবে বিলাসবহুল নানা গাড়ির সংগ্রহ, ভিতরে বইছে ঝর্ণা, উঠে গেছে রাজকীয় সিঁড়ি, ফুটবল মাঠের মতো ডাইনিং স্পেস, আর এসবের সামনে বাড়ির চত্বরে আস্ত একটি গোয়াল! শুধু তাই নয়, বাংলোর অন্দরমহল জুড়ে রয়েছে ২৪ ক্যারেট সোনার ঝলক! আসবাবপত্র, আলোর সুইচ থেকে শুরু করে ল্যাম্প এবং মূর্তি পর্যন্ত, বাড়ির প্রায় সবকিছুই সোনায় মোড়ানো বা তৈরি করা হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরে এক সরকারি ঠিকাদারের বিলাসবহুল বাংলোর এমনই ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই চলছে তুমুল হইচই, চর্চা। কারণ, এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, ঘরের আসবাব, দেওয়ালের অলংকার, এমনকি ইলেকট্রিক সকেট পর্যন্ত সোনায় মোড়া। যেন আস্ত একটা সোনার রাজপ্রাসাদ।
কার রয়েছে এমন বাংলো? বাড়িটি অনুপ আগরওয়ালের, তিনি একজন সরকারি ঠিকাদার। হাইওয়ে প্রকল্পের কাজ করেন অনুপ।
House adorned with 24 Carat GOLD in Indore, India ????✨️ pic.twitter.com/Im3XH8Vcb7
— Rosy (@rose_k01)Tweet by @rose_k01
এখানেই শেষ নয়। ভিডিওর বর্ণনায় লেখা, “তিনি মধ্যপ্রদেশের এক সরকারি ঠিকাদার। দুর্নীতির এক ফোঁটাও ছায়া পড়েনি তার জীবনে। বিশ্বাস করতে কষ্ট হলে জেনে রাখুন, তার বাংলোর ভেতরে গরুর জন্য গোশালা আছে।”
ওই ভাইরাল ভিডিও-র স্রষ্টা সারস্বতকে দেওয়া সাক্ষাৎকারে ওই প্রাসেদর মালিক স্ত্রীর সঙ্গে হাঁটতে হাঁটতে উল্লেখ করেছেন যে, বাড়িটিতে দশটি ঘর রয়েছে। প্রাসেদর ঢোকার মুখে অনুপ যখন কথা বলছিলেন তখন তাঁর গ্যারাজে দেখা পার্ক করা ছিল, মার্সিডিজ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ-এর মতো বহুমূল্যের গাড়ি।
ये शख्स मध्यप्रदेश में एक सरकारी ठेकेदार है, इन्होंने यह एक आलीशान बंगला बनवाया है, जहाँ सजावट के लिए 24 कैरेट सोने का इस्तेमाल किया हैं!
— Archana Singh (@BPPDELNP)
इनका कहना है कि इन्होंने कभी भी भ्रष्टाचार और घूसखोरी नहीं की है और ये साधारण परिवार से संबंध रखते है !????
मध्यप्रदेश भोपाल का अद्भुत पुल????? pic.twitter.com/Mpp7QIjPQ2Tweet by @BPPDELNP
নিজের উত্থান সম্পর্কে বলতে গিয়ে অনুপ জানান যে, তিনি খুব সাধারণ পরিবার থেকে এসেছেন। বলেন, "আমাদের কেবল একটি পেট্রোল পাম্প ছিল এবং পরিবারের ২৫ জন সদস্য তার উপরই নির্ভর করতেন। এক পর্যায়ে আমরা জানতাম না যে আমরা বেঁচে থাকতে পারব কিনা," তাঁর দাবি, তিনি সরকারি চুক্তিতে যোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। দাবি করেন, "এখন, আমরা রাস্তাঘাট, টোল প্রকল্প এবং এমনকি ৩০০ ঘরের একটি হোটেলও তৈরি করছি।"
তবে সম্পদসালী হলেও অনুপ শিকড়ের সঙ্গে যোগাযোগ হারাননি। তাঁদের আধ্যাত্মিক দিক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ওই প্রসাদের মালিক অনুপ বলেন, "আমরা আধুনিক জীবন অনুসরণ করি, তবে আধ্যাত্মিকতায়ও বিশ্বাস করি।" তাঁর স্ত্রী আরও বলেন, "আমরা নিয়মিত প্রার্থনাও করি।"
সোনা মোড়ানো বাড়ির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ওই প্রাসাদ নেটিজেনদের হতবাক করে দিয়েছে।
