আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এক নির্ভুল ও কৌশলগত প্রতিরোধ গড়ে তুলেছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭-৮ মে রাতে পাকিস্তান ভারতীয় সামরিক ঘাঁটিগুলির উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে।
লক্ষ্য ছিল আওয়ান্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা সহ একাধিক শহর। তবে ভারতীয় ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ এবং আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সকল আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে।
ভারতীয় বায়ুসেনা মাত্র ২৩ মিনিটে চীনা প্রযুক্তিনির্ভর পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অপারেশন সম্পন্ন করে।
অপারেশনে ভারতীয় প্রযুক্তির বড় সাফল্য চোখে পড়ে—অকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, পেচোরা, ওসা-একেএ এবং এলএলএডি গানগুলির পাশাপাশি দেশীয় ইলেকট্রনিক ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়। পাকিস্তানের নূর খান ও রহিমিয়ার খান বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো হয় লোইটারিং মিউনিশন দ্বারা নির্ভুল হামলা।
ধ্বংস করা হয় চীনা PL-15 মিসাইল, তুরস্কের ‘ইয়িহা’ ইউএভি, এবং বিভিন্ন ধরণের ড্রোন ও রকেট। ‘অপারেশন সিঁদুর’ ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির পথে এক ঐতিহাসিক মাইলফলক রচনা করল।
