আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের এক সংস্থার সিইও সম্প্রতি যে তথ্য প্রকাশ্যে এনেছেন, তাতে একপ্রকার হইচই পড়ে গিয়েছে। তাঁর দাবি, কেবল দু’ হাজার পরিবারের সম্পত্তি একত্রিত করলে দাঁড়ায় দেশের সব সম্পত্তির ১৮ শতাংশ। অথচ মাত্র ১.৮ শতাংশ ট্যাক্স দেন।
শান্তনু দেশপান্ডে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাঁর বক্তব্য, তিনি এবং তাঁর মতোই বহু উদ্যোগপতি কঠোর কাজ করে সফল হওয়ার কথাটিকে মেনে চলেছেন এবং অন্যকে মেনে চলার পরামর্শ দিয়েছেন। এখন তিনি বুঝতে পারেন, বেশিরভাগ ভারতীয়কঠর কাজ করেন, মূলত অর্থনৈতিক অসমতার জন্য। তাঁর মতে, অনেকেই শুধু নিজেরা কাজ করতে চান বলে কাজ করেন এমনটা নয়, বরং কাজ করেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
একজন উদ্যোগপতি হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করার পরে বুঝতে পেরেছেন, আদতে বেশিরভাগজন তাঁদের কাজকে ভালইবাসেন না। কত মানুষ রয়েছেন দেশে, তাঁরা নিজের জন্যও কাজ করেন না। কাজ করেন স্ত্রীর জন্য, বাবা মায়ের জন্য, সন্তানের জন্য। যাঁদের অর্থনৈতিক নিশ্চয়তা রয়েছে, তাঁদের আর কাজ করাই উচিত নয়।
এরপরেই শান্তনু লিখেছেন, ভারতের ২০০০ পরিবার দেশের জাতীয় সম্পদের ১৮ শতাংশের মালিক, যদিও তিনি সংখ্যা সম্পর্কে নিশ্চিত নন, তবে তাঁর মত, এই পরিবারগুলি ১.৮ শতাংশ ট্যাক্স দেয় না। দেশের ৭৫শতাংশ কোটিপতি নিজেদের প্রচেষ্টায় সফল হয়েছনে, উদ্যোগপতি হয়েছেন, এমনটাই মত তাঁর।
