আজকাল ওয়েবডেস্ক :  জানুয়ারির শেষ থেকেই বেড়েছে গরম। তাই বছরের শুরুর প্রথম মাসই ফের নতুন করে চিন্তা জাগিয়েছে পরিবেশবিদদের মনে। এবার ফেব্রুয়ারি মাসের পালা। সেখানেও দেখা গিয়েছে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভারতের বিভিন্ন প্রান্তেই বাড়ছে এই তাপমাত্রা। হিসাব বলছে এটি তৃতীয় উষ্ণতম জানুয়ারি। এর আগে ১৯০১, ১৯৫৮ এবং ১৯৯০ সালে এই ধরণের গরম দেখেছিল সকলে।


দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে অনেকটাই ফারাক লক্ষ্য করা গিয়েছে। উত্তর ভারত থেকে শুরু করে রাজস্থান সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ। জম্ম-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে খানিকটা শীতের আমেজ থাকলেও তা কতদিন চলবে তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে আগামী কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অংশে গরম চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।


আইএমডি জানিয়েছে উত্তর ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখান থেকে দেখতে হলে কৃষকদের কাছে বাড়তি সমস্যা তৈরি হতে পারে। সময়ের আগে যদি ফসল কেটে নিতে হয় তাহলে তাদের চাষ মার খাবে। এমনিতেই ফেব্রুয়ারি মাসে খুব একটা বেশি কিছু চাষ হয় না। সেদিক থেকে দেখলে যদি বৃষ্টি দেখা যায় তাহলে সেটা হবে বাড়তি মাথাব্যথা। 

 


আবহাওয়া দপ্তর মনে করছে চলতি বছরে নিজের পথ বদলে নিয়েছে লা নিনা। ফলে সেখান থেকে যখন শীতের আমেজ থাকার কথা সেখান থেকে গরম অনুভব হচ্ছে। চলতি বছরে ফের শীত আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হটাৎ করে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতিটি মানুষের দেহে নানা ধরণের রোগ তৈরি হতে পারে। সেটাও বাড়তি মাথাব্যথা হিসাবে সামনে আসবে।


তবে আবহবিদরা মনে করছেন, নিজের জায়গা থেকে ফের সরে যাচ্ছে লা নিনা। যদি সে ফের নিজের আসল জায়গায় ফিরে যেতে পারে তাহলে সেখান থেকে ফের শীত ফিরতে পারে। যদিও তার সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে। জানুয়ারি থেকে বিদায় নিয়েছে শীত। এবার ফেব্রুয়ারি মাস থেকেই যদি বাড়িতে পাখা বা এসি চলতে শুরু করে তাহলে সেখানে অবাক করা বিষয় হবে না।