আজকাল ওয়েবডেস্ক: ভারত নিজস্বভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হওয়ার অঙ্গীকার স্পষ্ট হল। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ফরাসি সংস্থা সাফরান-এর সঙ্গে যৌথভাবে ভারতে বিমান ইঞ্জিন তৈরির কাজ শুরু হতে চলেছে।


রাজনাথ সিং বলেন, “আজ আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার পথে আরও এক ধাপ এগোলাম। আমরা যুদ্ধবিমানের ইঞ্জিন ভারতে তৈরি করার দিকেও এগোচ্ছি। খুব শীঘ্রই আমরা ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে যৌথভাবে ইঞ্জিন তৈরির কাজ শুরু করতে চলেছি।”

আরও পড়ুন: ‘বিয়েতে নিশ্চয় এসো’, তারপর যা হল জানলে চোখ কপালে উঠবে


ভারত বহুদিন ধরে ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট’ প্রকল্পে কাজ করছে, যা দেশের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা। এই প্রকল্পের আওতায় পাঁচটি প্রোটোটাইপ তৈরি করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা এয়ারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ইতিমধ্যেই এই প্রোটোটাইপ তৈরির জন্য Expression of Interest আহ্বান করেছে।


তেজস: দেশীয় সাফল্যের নিদর্শন
সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী দেশীয় সক্ষমতার সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি তেজস হালকা যুদ্ধবিমানকে ভারতের প্রতিরক্ষা শিল্পের এক “উজ্জ্বল উদাহরণ” বলে বর্ণনা করেন। তিনি বলেন, “আমাদের তেজস বিমান ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার এক দারুণ উদাহরণ। এই প্রচেষ্টায় আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে প্রতিটি সমস্যার সমাধান বের করব এবং ভারতে যুদ্ধবিমান তৈরির পূর্ণ সক্ষমতা গড়ে তুলব।”


বিমানবাহিনীর মূল ভরসা
রাজনাথ সিং জানিয়েছেন, AMCA প্রকল্প ও তেজস যুদ্ধবিমান ভবিষ্যতে ভারতীয় বিমানবাহিনীর মূল ভরসা হতে চলেছে।
HAL-এর সাফল্য
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর দেশীয় সক্ষমতার সঙ্গে যুক্ত সর্বশেষ অগ্রগতির কথাও। তিনি বলেন, আগে ৮৩টি তেজস যুদ্ধবিমান তৈরির জন্য ৪৮,০০০ কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছিল। এখন আরও ৯৭টি তেজস যুদ্ধবিমানের জন্য ৬৬,০০০ কোটি টাকার নতুন অর্ডার HAL পেয়েছে।


ডিএসি এবিষয়ে সমস্ত কাজ করছে। তারা জানিয়ে দিয়েছে ভারতীয় সেনাকে আরও দৃঢ়ভাবে তৈরি করা হবে। এজন্য যে টাকার দরকার সেটি খরচ করা হবে। এই দলের প্রধান হিসেবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন ভারত নিজের সেনাবাহিনীকে আরও ঢেলে সাজাবে। ফলে সেখানে ভারতীয় সেনাবাহিনীতে ব্রক্ষ্মসের মতো আরও শক্তিশালী অস্ত্র যোগ করা হবে। চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কাজ যাতে দেশীয় পদ্ধতিতে তৈরি করা যায়। সেনাবাহিনীর ডিফেন্স মিসাইল সিস্টেম যাতে আরও জোরালো হয় সেদিকে বিশেষভাবে দেখা হবে।


ভারতীয় বিমান বাহিনীকে বিশেষভাবে তৈরি করা হবে। এজন্য যে টাকা দরকার হবে সেটাই খরচ করা হবে। ভারতীয় বিমান বাহিনী যাতে প্রতিপক্ষের সমস্ত ধরণের আঘাতকে নাস্তানাবুদ করতে পারে সেদিকে দেখা হবে। ভারতীয় বিমান বাহিনীতে সক্ষম এবং স্পাইডারের মতো আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে। ফলে সেখানে গোটা ব্যবস্থাকে আরও সঠিকভাবে তৈরি করা হবে। 


অপারেশন সিঁদুরের পর থেকে প্রতিরক্ষা খাতে অনেক বেশি কাজ করার দিকে ঝুঁকেছে ভারত। সেদিক থেকে দেখতে হলে ভারতের এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলির কাছে বাড়তি মাথাব্যাথা হবে। ভারতের ওপর হামলা করার আগে প্রতিটি দেশ আগে থেকে ভাববে। ভারত যে আগামীদিনে যেকোনও হামলার যোগ্য জবাব দিতে তৈরি সেটা আগে থেকেই সকলে অনুমান করতে পারছে।