আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং ব্রিটেনের মধ্যে সই হল একটি ঐতিহাসিক চুক্তি। সেখানে দুই দেশের মধ্যে বছরে ৩৪ বিলিয়ন ব্যবসার চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সেখানেই এই চুক্তি সই করা হয়। তার সঙ্গে রয়েছেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল। ব্রিটেনের বিজনেস সেক্রেটারি জনাথন রেনডস দুই দেশের মধ্যে মধ্যস্থতার কাজটি করেছেন।


বিগত ১০ বছরের মধ্যে এটাই ভারতের সঙ্গে ব্রিটেনের একটি বিরাট চুক্তি। দুই দেশের মধ্যে অর্থনীতির উন্নতির এটি একটি বিরাট দিক বলেই মনে করা হচ্ছে। 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তি নিয়ে আশাবাদী। তার মতে এটি দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে। এই চুক্তির ফলে কৃষক থেকে শুরু করে ছোটো ব্যবসায়ী সকলেই লাভবান হবেন। ভারত থেকে ব্রিটেনে কাপড়, রত্ন, গয়না, সামুদ্রিক খাবার, লেদারের সরঞ্জাম, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং তৈরি করা খাবারের লেনদেন করা হবে। এগুলি সবই সেখানে মিলবে সুলভেই।


অন্যদিকে ব্রিটেন থেকে ভারতের আসবে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম, গাড়ির যন্ত্র, গাড়ি, মদ, চকোলেট, মেক আপের সরঞ্জাম। এগুলি সবই ভারতে পাওয়া যাবে ১৫ থেকে ৩ শতাংশ কম দামে।


ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে অর্থনীতি অনেকটা মজবুত হবে। সেখানে দুই দেশের মধ্যে করছাড়ের দিকটি নজরে থাকবে। এবিষয়ে প্রয়োজনীয় ভিসাতেও মিলবে ছাড়। দুই দেশের ক্রেতারা এরফলে উপকৃত হবেন। 


ব্রিটেনের বাজারে ভারতের লেদার শিল্পকে যাতে আরও বেশি করে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্য প্রায় দ্বিগুণ হবে বলেই মনে করা হচ্ছে। ভারতের দক্ষ কারিগররা যাতে ব্রিটেনে গিয়ে কাজ করতে পারেন সেদিকেও জোর দেওয়া হবে। ভারতের ৩৫ টি সেক্টর যাতে ব্রিটেনে গিয়ে কাজ করতে পারে সেই বিষয়টিও রয়েছে এই চুক্তিতে।

আরও পড়ুন: দেশের নাগরিকদের ওপর গোয়েন্দাগিরি! বিতর্কে পুতিন সরকার


ফ্রিলান্সার, রাধুনি, মিউজিশিয়ান, যোগ শিক্ষক, চুক্তিভিত্তির কর্মীরা এবার নতুন করে কাজের সুযোগ পাবেন। এর পাশাপাশি প্রায় ৬০ হাজার আইটি কর্মীরা প্রতি বছর ব্রিটেনের সঙ্গে কাজ করতে পারবেন। ভারতের প্রথম সারির আইটি প্রতিষ্ঠান যেমন টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দা, এইচসিএল এবং উইপ্রো এখানে বিরাট ভূমিকা নেবে।


এছাড়া যারা ব্রিটেনে গিয়ে সাময়িকভাবে কাজ করতে চান তারাও সেটি করতে পারবেন। অন্যদিকে ব্রিটেন থেকে যে সামগ্রী ভারতে আসবে সেখানে ভারী করছাড় মিলবে। আগামী ১০ বছর পর্যন্ত এই ছাড় বজায় থাকবে। ব্রিটেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভারতে এসে ব্যবসা করার সুযোগ পাবেন। ফলে এখানে কাজের সুযোগ বাড়বে ভারতীয়দের জন্য।


ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এটিকে একটি বিরাট চু্ক্তি হিসেবে দেখছেন। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে এই চুক্তি ব্রিটেনের অর্থনীতিকেও মজবুত করবে। সেখানকার ২৬ টি প্রতিষ্ঠান ভারতে এসে ব্যবসা করবে ফলে ভারতের সঙ্গে ব্রিটেনের অর্থনীতিতে বিরাট জোয়ার আসবে।